জন্ম আমার মানবকুলে
মনে কত আশা,
আশা গুলো বলবো আমি
খুঁজে পায় না ভাষা।
প্রভুর বিধান মেনে চললে
জীবন হবে ধন্য
বিধান মেনে না চললে ওই
আখের হবে শূন্য।
মানব জন্ম নয়তো সহজ
পদে পদে বাঁধা
সব বাঁধা যে কাটতে পারলে
মনটা হবে সাদা।
সৃষ্টিসেবা করে যেজন
মনে প্রাণে সবে
নিখিল বিশ্ব সবি তারি
তিনি মালিক ভবে।
সময় বয়ে চলে সদা
মানব জীবন সেরা
দায়িত্ব আর কর্তব্যতে
পুরো জীবন ঘেরা।
রচনাকালঃ
৩০/০৬/২০২১
৪+৪/৪+২
———————–
ছোটন সোনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
খোকা খুকি দেখতে পেলো
ছোটন নাকি নাইতে গেলো
নদীর জলে
সাতার চলে
মায়ের ভয়ে এলোমেলো।
মা আসবে খোকা বলে
ছোটন সোনা দৌড়ে চলে
মনে মনে
ক্ষণে ক্ষণে
শাপলা শালুক নদীর জলে।
খোকা খুকি বিকেল বেলা
মন আনন্দে করে খেলা
ছোটন ডাকে
মায়ের হাঁকে
নদীর তীরে শিশুর মেলা।
দারুণ কাব্য শৈলী কথা
ছোটনের মন আছে ব্যথা
বায়না বড়
জড়ো সড়
বলবো কাকে যথাতথা।
রচনাকালঃ
০৪/০৭/২০২১
৪+৪+৪+৪
৪টি মন্তব্য
হালিমা আক্তার
সত্যিই বলেছেন, আমরা যদি সৃষ্টিকর্তার বিধান মেনে চলতে পারতাম। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
সুন্দর মন্তব্য করেছেন।
আরজু মুক্তা
জীবে প্রেম যে করে সেইজন সেবক ঈশ্বরের।
ভালো লাগলো।
শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ঠিক বলেছেন প্রিয়।
শুভকামনা রইল সতত।।