মানবের দুটি হাত।

মনিরুজ্জামান অনিক ৯ মে ২০২২, সোমবার, ০৭:১৫:২৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

উত্তাল সমুদ্রে লুকিয়ে থাকা শামুকের মতো

আমিও লুকিয়ে গেলাম। সকাল,সন্ধ্যা, রাত

কোন কিছুই টের পাইনা আর।

না কোন ঘাত,না প্রতিঘাত।

পৃথিবীতে সবচেয়ে ক্ষতিকর জেনেছি - মানবের

দুটি হাত।

 

খোলসের ভেতর এক শ্বাসে পাড়ি দেবো জীবন,

হঠাৎ যখন মৃত্যু ফেরেস্তা এসে দাঁড়াবে দুয়ারে,

প্রসন্ন চিত্তে আমার লজ্জিত দু'টো হাত বাড়িয়ে

বলবো তাকে, আমাকে গ্রহণ করো।

ফেরেস্তার পিছুপিছু ছুটবো উর্ধ্ব আসমানে।

পৃথিবীর বাতাসে কোন নোটিশ জমা হবেনা বোধহয়,

কেউ চলে গেলে,পৃথিবীর সে কথা মনে রাখা কি

শোভনীয় হয়!

 

পৃথিবী মনে রাখে শুধু মানবের দুটি হাত,

যে হাতে কেউ কেউ ফুল ধরেছে, কেউ ধরেছে করাত।

কেউ কেউ ধ্বংস খুঁড়েছে, কেউ খুঁড়েছে শাদা ভাত।

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ