মানবসম্পদ উন্নয়ন।

ইঞ্জা ১৫ জুন ২০১৬, বুধবার, ০২:০০:৪৪অপরাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

 

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি আর এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে সেই তুলনায় এই বিশাল সংখ্যক মানবদের সম্পদে উন্নয়নে সরকারের চেষ্টা প্রায় অপ্রতুলই বলা চলে, এই জনসখ্যার বিরাট একটি অংশ বেকারত্বের যাঁতাকলে নিশপিশিত হচ্ছে আর আরেকটি অংশ যে কর্ম ঘন্টায় শ্রম দিচ্ছে তার বিপরীতে তাদের আয় খুবই অল্প যাতে তার পরিবার নিয়ে মোটামুটি ভাবে বেঁচে থাকাও কঠিন হয়ে যায়।

আমাদের সরকার চাইলে এবং চেষ্টা করলে এই মানব সম্পদের উন্নয়ন ঘটিয়ে দেশের প্রভূত উন্নয়ন করতে পারেন আর তা কিভাবে সম্ভব তার একটা ছোটখাটো রুপরেখা আমি তুলে ধরছি আজ।

চায়নার উদাহরণ নিতে পারি আমরা, তারা তাদের বিপুল জনগোষ্ঠীর বেকার, অল্প শিক্ষিত, অশিক্ষিত মানুষদের বসিয়ে না রেখে এদের হাতের কাজ শেখার এক কঠিন আইন পাশ করায় আর এতে এই জনগোষ্ঠী বাধ্যতামূলক ভাবে হাতের কাজ শিখতে বাধ্য হয়, কেউ লেদ মেশিনের কাজ শিখে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ রক্ষাণাবেক্ষন করতে শিখে, শিখে গার্মেন্টস আইটেম নিয়ে, কেউ শিখে বিভিন্ন যন্ত্রপাতি বানানো, কেউ শিখে পুতুল বানানো, শিখে ইলেক্ট্রনিকসস আইটেম বানানো আর কেউ কেউ বিভিন্ন বিষয়ে নিয়ে হাতে কলমে কাজ শিখে যার ফলস্বরুপ আজ চীন দেশ বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে, এখন আপনি যায় চাননা কেন তারা তা বানিয়ে দিতে সক্ষম আর এতে বৈদেশিক মূদ্রা আহরণে এরা বিপুলভাবে এগিয়ে আছে আর এই উদাহরণ নিয়ে যদি আমাদের সরকার এগিয়ে আসে তাহলে চিন্তা করুন আমরা কোথায় গিয়ে দাঁড়াতে পারি।

আমাদের দেশ হতে বিপুল পরিমান জনবল আজ বৈদেশিক মূদ্রা অর্জন করছে যার মাঝ থেকে এক তৃতীয়াংশ কোন কাজ না জানা সত্বেও আজ বিদেশের মাঠিতে অল্প টাকায় শ্রম দিচ্ছে কিন্তু চিন্তা করে দেখুন তারা যদি হাতের কাজ জানতো তাহলে বিদেশের মাঠিতে তাদের বিপুল চাহিদা হতো আর তাদের শ্রমমূল্যও কত বেশি হোত? বিদেশে আমাদের মানব সম্পদ ইলেক্ট্রিক্যাল, নির্মান শিল্প, গ্যারেজ যথা গাড়ী রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজে রত আছে কিন্তু এরা বেশিরভাগ এইসব কাজে সিদ্ধহস্ত না আর সরকার যদি একটু চেষ্টা করে তাহলে এই জনগোষ্ঠীকে স্বশিক্ষিত করে তুলতে পারে।

সরকার যদি এই বেকার, স্বল্প শিক্ষিতদের বিনা খরচে বিভিন্ন হস্তশিল্পে যথা, ইলেক্ট্রিকাল, ঈন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, নির্মানশিল্পে, গাড়ী রক্ষাণাবেক্ষন কাজ শিখায় তাহলে এরা দক্ষ কারিগর হিসাবে গড়ে উঠবে, এছাড়াও বিভিন্ন মেশিনারিজের কাজ, লেদের কাজ, বিভিন্ন ধরনের পুতুল বানানো, প্লাস্টিক আইটেম শিল্প সহ বিভিন্ন হাতের কাজ বিনা খরচে শিখানোর ব্যবস্থা করলে প্রতি বছর আমাদের দেশে নতুন নতুন উদ্দৌক্তা সৃষ্টি হবে আর ফলশ্রুতিতে দেশে বিভিন্ন ধরনের কাজের সৃষ্টি হবে, বেকারত্ব কমবে, সবাই আত্মনির্ভর হবে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, দেশ এগিয়ে যাবে আর সাথে জনগণও এগিয়ে যাবে, বৈদেশিক মূদ্রা অর্জনে আমরা আরো এগিয়ে যাবো।

আমরা সবাই জানি শিক্ষায় জাতির মেরুঢন্ড কিন্তু শুধু পুতিগত শিক্ষা দিয়ে জাতির মেরুঢন্ড শক্ত হয় এমন কোথাও লেখা নেই, যে কোন ধরনের শিক্ষায় আমাদের শিক্ষিত হওয়া উচিত।।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress