
আফসোস আকাশে ছুঁই ছুঁই করছে স্বার্থপরতা
আমের ডালে আমজনতার মিছিল ! শ্লোগানে
শ্লোগানে বলছে দলছুট তারা মানবতার জয় হোক
জয় হোক; দীপ্তিময় নিঃস্বার্থপরতা মনের মাঝে
কাজের মাঝে বড় সংশয়- তবুও মানবতা বলে কথা;
উভয় ভয়ে আমজনতার গায়ে পরছে শিলাবৃষ্টির ঝরা
বরফ পাথর অথচ জ্ঞান বিজ্ঞানের পথে জোড়গলায়
শুধু মানবতার রঙবিরল ঠোঁট-মেঘলা আওয়াজ নড়েচড়ে
মানবতা যেনো গাছের পাতা থাকলে সবুজ না থাকেল মৃত
অতঃপর আইল পাথার জুড়ে মিছিলে শ্লোগানে অভিনয়ে
তালাচাবির বন্ধ খোঁলা গভীর তুঙ্গে আজকের মানবতা।
০৭ পৌষ ১৪২৬, ২২ ডিসেম্বর ২০
———————————
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
অনবদ্য উপলব্ধির উপস্থাপন কবি দা।
ভীষণ মুগ্ধতায় শুভেচ্ছা একরাশ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি লিটন দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
তৌহিদ
মানবতা এখন বইয়ের পাতায়, বাস্তবে আর নাই।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
সুপর্ণা ফাল্গুনী
মানবতা স্বার্থের জালে জড়িয়ে পড়েছে। চমৎকার ভাবনা, সুনিপুণ লেখনীতে মুগ্ধ কবি ভাইয়া।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। বাস্তবতা এটাই।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
আরজু মুক্তা
একদম। মানবতা বন্দি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
কবিতা ভাল লাগার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———