মানবতা

আলমগীর সরকার লিটন ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০৪:২৫:৫৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আফসোস আকাশে ছুঁই ছুঁই করছে স্বার্থপরতা
আমের ডালে আমজনতার মিছিল ! শ্লোগানে
শ্লোগানে বলছে দলছুট তারা মানবতার জয় হোক
জয় হোক; দীপ্তিময় নিঃস্বার্থপরতা মনের মাঝে
কাজের মাঝে বড় সংশয়- তবুও মানবতা বলে কথা;

উভয় ভয়ে আমজনতার গায়ে পরছে শিলাবৃষ্টির ঝরা
বরফ পাথর অথচ জ্ঞান বিজ্ঞানের পথে জোড়গলায়
শুধু মানবতার রঙবিরল ঠোঁট-মেঘলা আওয়াজ নড়েচড়ে
মানবতা যেনো গাছের পাতা থাকলে সবুজ না থাকেল মৃত

অতঃপর আইল পাথার জুড়ে মিছিলে শ্লোগানে অভিনয়ে
তালাচাবির বন্ধ খোঁলা গভীর তুঙ্গে আজকের মানবতা।

০৭ পৌষ ১৪২৬, ২২ ডিসেম্বর ২০
---------------------------------

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ