প্রিয় প্রধানমন্ত্রী,
শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেন। আমি জানিনা এ চিঠি আপনি পড়বেন কিনা। হয়তো আপনার অজান্তেই এই চিঠিখানি ডিজিটাল প্রযুক্তির আড়ালেই রয়ে যাবে চীরকাল। অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাকে লিখতে বসেছি একজন সংখ্যালঘু(শব্দটি পীড়াদায়ক হলেও মেনে নিয়েছি) হিসেবে।

এদেশে জন্মগ্রহণ করা হয়তো আমাদের জন্য আজন্মের পাপ। তাইতো স্বাধীন দেশে আর সকলের মতো গর্ব করে স্বাধীনতার কথা বলতে মানা, মাথা উঁচু করে লড়াই করাতেও অক্ষম আমরা। আমাদের মন্দিরের দেবতারা কাঁদে, বদৌলতে কিছু পাপিষ্ঠ হাসে। হয়তো পরোক্ষভাবে এইদেশে কীটসম পাপীষ্ঠ আমরাই। তাই ঈশ্বর নামক একজন অদৃশ্যবাদী চীরকালই মুখ বুজে এ খেলা দেখে যান। নিয়তির কাছে হার মানি আমরা।

1489285_459339950837755_412828291_n

খুব কষ্ট হয় যখন আপনাদের মুখেই শুনি সাম্প্রদায়িক সম্প্রিতি আর উদারপন্থী এই ছোট্ট-সুন্দর এই দেশ সকল ধর্মের সমাধিকারে বিরল দৃষ্টান্ত। খুব অবাক হয়ে শুনি যখন আপনারা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। আবার সমানভাবে মাথা নিচু করে শুনতে হয় আওয়ামী দালাল, ভারতের দালাল, মালায়ন, মালু, আওয়ামিলীগের ভোট ব্যাংক ইত্যাদি নানা ব্যঙ্গ ।

খুব কষ্ট নিয়েই সহ্য করতে হয় প্রতিটি ভ্রুক্ষেপ। অথচ নীরবেও প্রতিবাদ-প্রতিরোধের চিন্তাও আজ হারিয়ে ফেলেছি। এটা এই ঘুণে ধরা মনের দোষ নয় প্রিয় প্রধানমন্ত্রী। নিজের প্রতি নিজেরই ঘৃণার প্রতিফলন।

রাজাকার সাঈদীর রায় হলে পুড়তে হয় আমাদের, কসাই কাদেরের ফাঁসি হলে জ্বলতে হয় আমাদের, ৫ জানুয়ারি নির্বাচন হলেও জ্বলন্ত অগ্নিকুন্ডের ক্ষোভটাও আসে আমাদের উপরেই। কি অপরাধ বলতে পারেন প্রিয় প্রধানমন্ত্রী? ‘সংখ্যালঘু?’ ‘নাকি আপনাকে ভালোবাসার প্রতিদান?’ ‘নাকি আপনার উপর আস্থা রাখার ফলাফল?’

শেয়াল কুকুরের জীবনও বুঝি এর চেয়েও ভালো। হিংস্র বাঘের বনে অসহায় হরিণ সাবকের স্বাধীনতাও এর থেকে ঢেড় নিরাপদের। এদেশটিকে আর পাঁচজন সাধারণের মতোই ভালোবাসি আমরাও। এদেশের প্রতিটি শুভ সংবাদে আমরাও সমানভাবে আবেগতাড়িত হই। মন্দ সংবাদে সমানভাবে ব্যথিত হই। অথচ খড়কূটের মতোই আমাদের জীবন মূল্যহীন।

আবেগে তাড়িত হয়ে নয় প্রিয় প্রধানমন্ত্রী, ক্ষোভের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও নয়, আপনাকে ভালোবেসেই এ চিঠি খানি লিখলাম অধিকার বলে। কিন্তু অদৃষ্টকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে পারিনি নিরাপত্তা ভিক্ষা চেয়ে স্বাধীনতাকেও আর কলঙ্কিত করলাম না।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ