মাধবী কুড়াতে গিয়ে ছাঁই কুড়ালাম

হালিম নজরুল ১২ নভেম্বর ২০২১, শুক্রবার, ১০:০৮:৪০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. আমার মা এখনো জীবিত।

তার দেহে প্রবহমান মাধবীর রক্ত।

 

মাধবীর জন্য এখনো আমি শিউলি কুড়াতে যাই।

 

সে আমার প্রেমিকা ছিল না কোনদিন,

তার রক্তই আমাকে বানাল প্রেমিক পুরুষ।

 

মায়ের সাথে সাথে আমি ওর জীবন পাহারা দেই।

আমি সকাল পাহারা দেই, বিকাল পাহারা দেই,

শিউলি কুড়াবো বলে সারাটা রাত্রি পাহারা দেই।

 

মাধবী কুড়াব বলে আমি শিউলি কুড়াতে যাই।

আমি প্রেম কুড়াতে যাই, আমি সম্প্রীতি কুড়াতে যাই।

 

আমি রোজ শিউলি কুড়াই; আর ধর্ম কুড়ায় সম্প্রদায়।

 

কোন এক নির্মম ভোরে শিউলি কুড়াতে গিয়ে দেখি---

ছাঁই পড়ে আছে চতুর্দিক।

 

ধর্ম কুড়াতে গিয়ে ওরা আগুন কুড়ালো,

আর আমি মাধবী কুড়াতে গিয়ে ছাঁই কুড়ালাম।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ