
সদ্য ফোটা সুবাসিত গোলাপ পাপড়ির
মোহনীয় কোমলতা পারেনি
এ হৃদয় টলাতে!
পারেনি ষোড়শির আলতা রাঙা চপল দু’পায়ে
আস্থার মায়াবী স্বপন গড়েও
সর্বংসহা প্রকৃতি কাছে টানতে!
রূপালী জ্যোৎস্নায় নেয়ে নিশুতি নদী
স্রোত ও ঊর্মির গলে পালা গানের আসর বসালেও
শ্রোতা হইনি!
আসেনি কারোর দক্ষ হাতে সামলানো
কর্মের ঝলমলে আদর্শের জ্যোতি
ক্ষণকাল বাঁধতে!
আরব্য রজনীর গল্প সাথী করেছি
তবুও তার বর্ণিল রত্ন ভান্ডের মনোহরা লোভ
নিবিড়ে জায়গা পায়নি –
শুধু আমার মা বেঁচে ছিলো বলে!
হয়তো বলবে কে পারে রুখতে
এতো সুখী আবদার?
জেনো হে আমার মা ছিলো একাই
এদেরই যে সমাহার!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পায়ে পায়ে উঠে আসছে অনুপম সময়ের হাতছানি
ঘুমিয়ে পড়া শেষ করে।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
আলমগীর সরকার লিটন
দুনিয়াতে মায়ের মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না
লাল গোলাপের শুভেচ্ছা রইল কবি দা!
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম কবি দা!
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
ফারজানা তৈয়ূব
অসাধারণ লেখা
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
মোঃ মজিবর রহমান
মায়ের জন্য যত ছাড়/ত্যাগ হয়েছে আর কোন ব্যাক্তির জন্য হইনি আমার মতে। মায়ের আঁচল বেশি বাঁধে অতপর মায়িই সব। তারপর আসে নারী প্রেম সাড়া জাগানিয়া।
বোরহানুল ইসলাম লিটন
ঠিকই বলেছেন মজিবর ভাই
মা-ই সব!
মা চলে গেছে বলে আজ অতি সহজেই এই কথাটি অনুভব করতে পারি!
মা যতোদিন ছিল ভেবেছি জমও আমাকে ছুঁতে পারবে না
আজ মা নেই
মনে হয় মৃত্যু সাইক্লোন হয়ে ধেয়ে আসছে আমার দিকে।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
হ্যা বোরহান ভাই। আমি ২০১৫ ১৩ অক্টবর মাকে হারিয়েছি আবার ২০১৬ ২৭ জুলাই বাবাকে হারিয়েছি।
ঐপারের সকল বাবামা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
বোরহানুল ইসলাম লিটন
আপনার প্রয়াত মা ও বাবার জন্য অশেষ দোয়া রইল মজিবর ভাই!
মহান আল্লাহ তায়ালা যে উনাদের বেহেস্ত নসীব করেন।
আমীন।
হালিম নজরুল
“শুধু আমার মা বেঁচে ছিলো বলে!”
——————–আসলেই তাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!