দেহ পোড়া গন্ধ

মুহম্মদ মাসুদ ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০১:০০:০৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

নিরুদ্দেশ!

হেঁটে চলি পথের পিঠে চড়ে

পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে

কখনো হৃৎপিণ্ডের রক্তবমি হয়

ফজরের গোলাপ তখনো ফোটে?

 

দূরদৃষ্টি!

বইঠার আঘাতে নদীর রক্ত ঝরে

বাতাসে নৌকা পালের পরকীয়া

গাঁয়ের বঁধুর আলতা জলে স্নান

চিলে খোঁজে মৃত শরীরের দেহ

বইঠা হাতে প্রেমিক বাঁচে?

 

ছবিঃ সোনেলা

৫৪৬জন ৪৮১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ