
নিরুদ্দেশ!
হেঁটে চলি পথের পিঠে চড়ে
পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে
কখনো হৃৎপিণ্ডের রক্তবমি হয়
ফজরের গোলাপ তখনো ফোটে?
দূরদৃষ্টি!
বইঠার আঘাতে নদীর রক্ত ঝরে
বাতাসে নৌকা পালের পরকীয়া
গাঁয়ের বঁধুর আলতা জলে স্নান
চিলে খোঁজে মৃত শরীরের দেহ
বইঠা হাতে প্রেমিক বাঁচে?
ছবিঃ সোনেলা
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার কবিতা। দুটোই সুন্দর হয়েছে। বইটার আঘাতে নদীর রক্ত ঝরে দারুন উপমা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
মুহাম্মাদ মাসুদ
ধন্যবাদ! খুশি হলাম। লেখার চেষ্টা করছি…
ফয়জুল মহী
অসামান্য লেখা।
অপার ভালোলাগা
মুহাম্মাদ মাসুদ
মহী ভাই! ব্লগের জন্য খুবই পেশাদার। সব জায়গাতেই আপনি সমানে সমান।
খাদিজাতুল কুবরা
“হেঁটে চলি পথের পিঠে চড়ে
পা হাঁটে পথ প্রেমিকার ঠোঁটে ”
দারুণ উপমায় সুন্দর কবিতা লিখেছেন। তবে আরও বড় আকারে লিখলে সুখপাঠ্য হতো।
মুহাম্মাদ মাসুদ
ইনশাআল্লাহ, চেষ্টা করবো। শুভকামনা রইলো আপনার জন্য।
হালিম নজরুল
পরিণত লেখা।
মুহাম্মাদ মাসুদ
কবি ভাই! খুশি হলাম।
আরজু মুক্তা
সমাজ সুন্দর হোক। ভালো দিক গুলো পরিপূর্ণততা পাক।
কবিতা ভালো লেগেছে
মুহাম্মাদ মাসুদ
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
দারুন উপমা। ভালো লাগলো। শুভ কামনা।
মনির হোসেন মমি
ধীরে ধীরে লেখা পাকাপোক্ত হচ্ছে প্রিয় কবি। ভাল থাকবেন।লিখুন নিয়মিত।
মুহাম্মাদ মাসুদ
ভালোবাসা রইলো
মুহাম্মাদ মাসুদ
ভালোবাসা রইলো