থাকবো না আর মায়ার পৃথিবীতে
যাবো চলে চিরতরে ওপারেতে।
মাটির  ঘরে মাটির বিছানা।
থাকবে না কোনো অবহেলা আর মানসিক যন্ত্রণা।
পাপ করলে তার প্রায়শ্চিত্ত আর শাস্তি হবে।
পূণ্য করলে কবরে প্রশান্তি পাওয়া যাবে।
পাপ পূণ্যের হিসাব আছে মালিকের কাছে।
ক্ষমা চাই মার্জনা চাই মহান আল্লাহর কাছে।
রাহমানীর রাহীম তিনি বড়ই দয়ালু মেহেরবান।
মনে বড় আশা ক্ষমাশীল সর্বজ্ঞাতা ক্ষমা করবেন।
অনেকের কাছে আছে ঋণ অনেককেই দিয়েছি দুঃখ বেদনা।
অনেকের সঙ্গে করেছি মন্দ আচরণ দিয়েছি লাঞ্চনা করেছি গঞ্জনা।
অনেকেই করে দেবে  অন্তর থেকে মাফ।
অনেকে দেবে শুধুই অভিশাপ আর অভিশাপ।
অভিশপ্ত জীবন নিয়ে কেন অহেতুক অযথা জীবন যাপন।
তারচেয়ে ভালো হয়ে যাক চির বিদায় আর প্রস্থান।
ইচ্ছে হলে মাফ করে দেবে শুভাকাঙ্ক্ষীরা।
অন্যথায় মুখোমুখি হতে হবে কঠিন যন্ত্রণার।
অনেকেরই মাফ করে দেয়া হবে না সম্ভব মনে পড়বে আমার দেয়া যন্ত্রণা।
তবু্ও চাই যদি করে থাকি কোনো উপকার তা মনে করে প্রবোধ দিও মনের বেদনা।
তাই চলে যেতে চাই ওপারাতে নির্দ্বিধায়।
যদি পারো তবে আত্মার মাগফেরাত কামনা করিও স্বেচ্ছায়।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ