সুপর্ণা ফাল্গুনী আগস্ট ২২, ২০২০ at ৭:৫৩ অপরাহ্নভাইয়া খুব সুন্দর হয়েছে ছড়া। মাছরাঙা নিয়ে আমিও লিখতে চাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
শামীম চৌধুরী আগস্ট ২২, ২০২০ at ৮:০৩ অপরাহ্নতবে দিদি ভাই কথা দিতে হবে মাছরাঙ্গা নিয়ে লিখলে ছবি আমার থেকে নিতে হবে।
সুপর্ণা ফাল্গুনী আগস্ট ২২, ২০২০ at ৮:৩৯ অপরাহ্নওয়াও এতো আমার পরম সৌভাগ্য ভাইয়া। আপনি আপনার ছবি আমার লেখায় দিবেন এতে তো কোনো না নেই। 😍😍। আমি অবশ্যই নিবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সুপায়ন বড়ুয়া আগস্ট ২২, ২০২০ at ৮:৪৫ অপরাহ্ন“রক্ত ঝরে মাছের বুকে যেমন করে আঘাত দিলে আমার মনে।” মাছরাঙা তুই মাছ ধরে যাস দাদার মনে আঘাত দিয়ে কেমন করে তুই যে খাস। ভাল লাগলো। শুভ কামনা।
বন্যা লিপি আগস্ট ২২, ২০২০ at ৯:২৮ অপরাহ্নঅবাক বিস্ময়য়ে চেয়ে দেখি একি! মাছরাঙায় লিখলো ছড়া ভাই আমার পাখী? ছন্দ আর শব্দে মায়া জাদুর খেলা এবার বুঝি লিখেই যাবেন পাখিপ্রেমে রাশি রাশি ছড়া।
শামীম চৌধুরী আগস্ট ২৩, ২০২০ at ১২:২৭ অপরাহ্নকই কবি কই আমি শব্দ দিয়ে ছন্দে ছন্দে ছড়া হয় কি কভু যা বললেন প্রিয় আপু। শুভ কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী আগস্ট ২২, ২০২০ at ১০:২২ অপরাহ্নদারুণ উপভোগ্য ছড়া দাদা।মাছরাঙার ঠোঁটে পুঁঠিবেটা মরছে।
শামীম চৌধুরী আগস্ট ২৩, ২০২০ at ১২:২৯ অপরাহ্নতাই দেখে সাদা বগলা হিংসায় এবার জ্বলছে গো জ্বলছে। শুভ কামনা রইলো দাদা ভাই।
খাদিজাতুল কুবরা আগস্ট ২৩, ২০২০ at ১:৩৮ পূর্বাহ্নবাহ্ বেশ মজার ছড়া লিখেছেন ভাইয়া। মজার ছলে মাছের শিকার হওয়ার যন্ত্রণার মতোই মানব মন ভাঙার যন্ত্রণা তুলে ধরেছেন। অনেক শুভেচ্ছা রইল।
শামীম চৌধুরী আগস্ট ২৩, ২০২০ at ১২:৩১ অপরাহ্নমানব মনে যন্ত্রণা দেয়াটা মানবের একটা উত্তোরাধ্কার সূত্রে পাওয়া সুনিপুন কাজ। আপনিও ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন আগস্ট ২৩, ২০২০ at ৯:২৬ পূর্বাহ্নঅসাধারণ এক ছড়া বেশ মজা লাগল ছড়াকার শামীম দা অনেক শুভেচ্ছা রইল——————
আরজু মুক্তা আগস্ট ২৩, ২০২০ at ১১:৫৬ পূর্বাহ্নমাছরাঙার মাছ ধরার দৃশ্য খুবই চমৎকার। সেই সাথে আপনার কবিতা
ছাইরাছ হেলাল আগস্ট ২৩, ২০২০ at ১২:২০ অপরাহ্নমাছরাঙ্গা দেখানোর ছলে রোমান্টিকতা বাড়তি হিসেবে পেয়ে ভালই লাগল। চালু রাখতে হবে।
শামীম চৌধুরী আগস্ট ২৩, ২০২০ at ১:০৪ অপরাহ্নভাইজান? মাঝে মাঝে কিন্তু তেল ছাড়াও গাড়ি চালানো যায়। যেমন ধাক্কায়। তবে বেশীদুর আগানো যায় না। কোথায় আপনার প্রতিভা আর কোথায় আমার তালগোল পাকানো লেখা। তারচেয়ে। আমি পক্ষী নিয়াই থাকি। শুভকামনা রইলো।
শামীম চৌধুরী আগস্ট ২৩, ২০২০ at ৫:১২ অপরাহ্নপাখ পাখালীর সঙ্গে থাকি নানান ঢঙ্গে ছড়া দিলে বোনাস কবিদে কি করবো সর্বনাশ।
নাসির সারওয়ার আগস্ট ২৩, ২০২০ at ৪:৫২ অপরাহ্নবাহ, বেশ বেশ বেশ।এই ছোট নীল মাছরাঙা যদি একদিন রাগব বোয়াল ঠোকর দেয়, ব্যপারটা মন্দ হবে না।
তৌহিদ আগস্ট ২৪, ২০২০ at ৭:১৪ অপরাহ্নছড়াটি কিন্তু মজারু হয়েছে ভাইজান। কবি আপনাকে নতুন করে জানলাম।শুভকামনা রইলো ভাই।
৩১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া খুব সুন্দর হয়েছে ছড়া। মাছরাঙা নিয়ে আমিও লিখতে চাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত
শামীম চৌধুরী
তবে দিদি ভাই
কথা দিতে হবে মাছরাঙ্গা নিয়ে লিখলে ছবি আমার থেকে নিতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও এতো আমার পরম সৌভাগ্য ভাইয়া। আপনি আপনার ছবি আমার লেখায় দিবেন এতে তো কোনো না নেই। 😍😍। আমি অবশ্যই নিবো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
রেজওয়ানা কবির
চমৎকার ছড়া।
শামীম চৌধুরী
ধন্যবাদ। ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“রক্ত ঝরে মাছের বুকে
যেমন করে আঘাত দিলে
আমার মনে।”
মাছরাঙা তুই মাছ ধরে যাস
দাদার মনে আঘাত দিয়ে
কেমন করে তুই যে খাস।
ভাল লাগলো। শুভ কামনা।
শামীম চৌধুরী
ধন্য কবি ধন্য।
বন্যা লিপি
অবাক বিস্ময়য়ে চেয়ে দেখি
একি!
মাছরাঙায় লিখলো ছড়া
ভাই আমার পাখী?
ছন্দ আর শব্দে মায়া জাদুর খেলা
এবার বুঝি লিখেই যাবেন
পাখিপ্রেমে রাশি রাশি ছড়া।
শামীম চৌধুরী
কই কবি
কই আমি
শব্দ দিয়ে
ছন্দে ছন্দে
ছড়া হয়
কি কভু
যা বললেন
প্রিয় আপু।
শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
অনন্য লেখা I
চটুল ভাষায় হৃদয়ঙ্গম ।
শামীম চৌধুরী
ধনযবাদ ভাইজান। কৃতজ্ঞ রইলাম। ভালো থাকবেন।
ইঞ্জা
খুব সুন্দর লিখেছেন ভাই
শামীম চৌধুরী
কৃতার্থ সুহৃদ।
ইঞ্জা
ভালোবাসা ভাই
প্রদীপ চক্রবর্তী
দারুণ উপভোগ্য ছড়া দাদা।
মাছরাঙার ঠোঁটে পুঁঠিবেটা মরছে।
শামীম চৌধুরী
তাই দেখে
সাদা বগলা
হিংসায় এবার
জ্বলছে গো জ্বলছে।
শুভ কামনা রইলো দাদা ভাই।
খাদিজাতুল কুবরা
বাহ্ বেশ মজার ছড়া লিখেছেন ভাইয়া। মজার ছলে মাছের শিকার হওয়ার যন্ত্রণার মতোই মানব মন ভাঙার যন্ত্রণা তুলে ধরেছেন।
অনেক শুভেচ্ছা রইল।
শামীম চৌধুরী
মানব মনে যন্ত্রণা দেয়াটা মানবের একটা উত্তোরাধ্কার সূত্রে পাওয়া সুনিপুন কাজ।
আপনিও ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ছড়া বেশ মজা লাগল ছড়াকার শামীম দা
অনেক শুভেচ্ছা রইল——————
শামীম চৌধুরী
আরনার জন্য একরাশ শুভেচ্ছা। ভাল থাকুন।
আরজু মুক্তা
মাছরাঙার মাছ ধরার দৃশ্য খুবই চমৎকার।
সেই সাথে আপনার কবিতা
শামীম চৌধুরী
খুব ভাল লাগলো আপনার উৎসাহমূলক মন্তব্য। ভাল থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
মাছরাঙ্গা দেখানোর ছলে রোমান্টিকতা বাড়তি হিসেবে পেয়ে
ভালই লাগল।
চালু রাখতে হবে।
শামীম চৌধুরী
ভাইজান? মাঝে মাঝে কিন্তু তেল ছাড়াও গাড়ি চালানো যায়। যেমন ধাক্কায়। তবে বেশীদুর আগানো যায় না।
কোথায় আপনার প্রতিভা আর কোথায় আমার তালগোল পাকানো লেখা। তারচেয়ে। আমি পক্ষী নিয়াই থাকি।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
পাখ পাখালি আমাদের চাই ই,
সাথে বোনাস কিছু নিতে চাই।
শামীম চৌধুরী
পাখ পাখালীর সঙ্গে
থাকি নানান ঢঙ্গে
ছড়া দিলে বোনাস
কবিদে কি করবো
সর্বনাশ।
রোকসানা খন্দকার রুকু।
সুন্দর ছড়া পড়লাম।
শুভ কামনা।
শামীম চৌধুরী
খুব খুশী হলাম আপনার প্রথম মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো।
নাসির সারওয়ার
বাহ, বেশ বেশ বেশ।
এই ছোট নীল মাছরাঙা যদি একদিন রাগব বোয়াল ঠোকর দেয়, ব্যপারটা মন্দ হবে না।
শামীম চৌধুরী
সেই প্রতীক্ষায় আছি। শুভ কামনা রইলো।
তৌহিদ
ছড়াটি কিন্তু মজারু হয়েছে ভাইজান। কবি আপনাকে নতুন করে জানলাম।
শুভকামনা রইলো ভাই।