মাগো তোর কন্ঠে গাওয়া

আজাদ রহমান ৭ নভেম্বর ২০২০, শনিবার, ১০:৩৭:৪৯অপরাহ্ন সঙ্গীত ১৩ মন্তব্য

মাগো তোর কন্ঠে  গাওয়া যে  গান সে  গান আমার  গাইতে ইচ্ছে করে,

ও মা তুই দে  বলে তোর গানের কথা নইলে আমি গাইবো কেমন করে।

তোর গান শুনে ভোরের আকাশ মিটিমিটি হাসে,

রাতের ও চাঁদ জেগে থাকে তোর গান শুনার আশে।

মায়ায় ভরা সে গান  আমার গাইতে ইচ্ছে করে।।

তোর গান শুনে মাঠের রাখাল বাঁশীতে সুর তুলে,

পাল উড়াইয়া নৌকার মাঝি চলছে নদীর কূলে।

দুঃখ ব্যথা যায় চলে সব তোর গান শোনার পরে ।।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress