
মাহবুবুল আলম ||
মা যে গেছেন দিয়ে আমায় ফাঁকি
এ শোক নিয়ে কেমনে আমি থাকি
এই তো মায়ের চশমা ও পানদানী
যেমন ছিলেন তেমনই খানদানী।
মায়ের হাতের ভাঁজ করা সব শাড়ি
মায়ের প্রিয় শখের সেই আলমারি
যেমনি ছিল তেমনি পড়ে আছে
সবি আছে মা নেই কেবল কাছে।
মা যে গেছেন অনেক অনেক দূরে
মায়ের জন্যে মনটা কেবল পোড়ো।
কার কাছে আর জানাবো আবদার
মনের ভেতর গোপন হাহাকার
অশ্রুঝরে বোঝাই যে মনটারে
কিছুতেই মন যে মানে না রে।
মা বলে যে ডাকবো আমি কারে
হাজার ডাকে পাই না আমার মা’রে
সে যে আছে লক্ষ তারায় মিশে
এ কথাটায় মানবো প্রবোধ কিসে।
কোনো দিনও শোনবো না মা’র ডাক
বলবেনা আর আমার কাছেই থাক।
১০ মে ২০২০
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মায়েরা আমাদের হৃদয়ের মা হয়েই বেঁচে থাকবেন।
অবশ্যই আল্লাহ তাঁদের সহায় হবেন, তাঁরা যেখানে যেমন ই থাকুন।
মাহবুবুল আলম
ধন্যবাদ হেলাল ভাই। শুভেচ্ছা জানবেন ।
ভাল থাকবে।
ফয়জুল মহী
পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ ।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। মায়েদের জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মাহবুবুল আলম
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন ।
কামাল উদ্দিন
করোনাকালের জন্য আজ মায়ের কাছে যাওয়ার সুযোগ হয়নি।
মাহবুবুল আলম
অনেক ধন্যবাদ আপনাক।
সুপায়ন বড়ুয়া
মা যে তুমি থাক পাশে যখন বিপদ আসে
মা হারা সন্তানেরা তোমার কাছে আসে
ভাল থাকবেন। শুভ কামনা।
মাহবুবুল আলম
ধন্যবাদ দাদা!
শুভেচ্ছা অবিরাম ।
ভালো থাকবেন সবসময় !
প্রদীপ চক্রবর্তী
জগতের সকল মা ভালো থাকুক।
সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাই।
মাহবুবুল আলম
অনেক অনেক শুভেচ্ছা রইলো !
আরজু মুক্তা
সব মায়েরা ভালো থাকুক।
মাহবুবুল আলম
ধন্যবাদ আপনাক।
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
সঞ্জয় মালাকার
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা,
মাহবুবুল আলম
ধন্যবাদ আপনাকে !
হালিম নজরুল
মা যে গেছেন অনেক অনেক দূরে
মায়ের জন্যে মনটা কেবল পোড়ো।
———– ভাল থাকুক সকল মা।
মাহবুবুল আলম
সেই প্রার্থনাই করছি।
ধন্যবা।
জিসান শা ইকরাম
শুধু মা দিবসে নয়,
মা যেন থাকেন সব সময় আমাদের মনের মাঝে চির জাগরুক হয়ে।
জগতের সব মা ভালো থাকুক।
মাহবুবুল আলম
ধন্যবাদ আপনাকে প্রিয়জন জিসান ভাই!