মাকে নিয়ে হাজার স্মৃতি ||

মাহবুবুল আলম ১০ মে ২০২০, রবিবার, ০৭:৪৬:৪৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

মাহবুবুল আলম ||

মা যে গেছেন দিয়ে আমায় ফাঁকি
এ শোক নিয়ে কেমনে আমি থাকি
এই তো মায়ের চশমা ও পানদানী
যেমন ছিলেন তেমনই খানদানী।

মায়ের হাতের ভাঁজ করা সব শাড়ি
মায়ের প্রিয় শখের সেই আলমারি
যেমনি ছিল তেমনি পড়ে আছে
সবি আছে মা নেই কেবল কাছে।

মা যে গেছেন অনেক অনেক দূরে
মায়ের জন্যে মনটা কেবল পোড়ো।

কার কাছে আর জানাবো আবদার
মনের ভেতর গোপন হাহাকার
অশ্রুঝরে বোঝাই যে মনটারে
কিছুতেই মন যে মানে না রে।

মা বলে যে ডাকবো আমি কারে
হাজার ডাকে পাই না আমার মা’রে
সে যে আছে লক্ষ তারায় মিশে
এ কথাটায় মানবো প্রবোধ কিসে।

কোনো দিনও শোনবো না মা’র ডাক
বলবেনা আর আমার কাছেই থাক।

১০ মে ২০২০

৪৯৯জন ৪১২জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ