মাঃ মান অভিমান পর্ব

ইসিয়াক ৩ অক্টোবর ২০২০, শনিবার, ০৪:৩৭:০৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
মা বকেছে আজ খুব, ফিরবো না আর বাড়ি।
ঠিক করেছি মায়ের সাথে নিয়ে নেবো আড়ি।
চাই না আমার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা।
চাই না খাবার,চাই না পোশাক চাই না নিজের বাসা।
তার থেকে সেই ভালো, থাকবো পথে পথে,
খিদে পেলে পানি খাবো, ঘুমাবো ফুটপাতে।
রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বসলাম গিয়ে এক মাঠে,
জনমানবহীন এমন স্থান মেলা ভার এ তল্লাটে।
সময় যায় বেলা গড়ায় সূর্য গেলো ডুবে।
ধীরে ধীরে দিনের আলো তা’ও গেলো নিবে।
হায়!হায়! জমাট আঁধার এখন কি উপায়?
রাতের বেলায় আমার যে ভীষণ ভূতের ভয়।
এদিকে পেটের ভিতর দারুণ সোরগোল,
ক্ষুধার জ্বালায় মাথা ঘোরে ভাবনা আবোলতাবোল।
রাত বাড়ে ভয়ও বাড়ে, নানা বিচিত্র আওয়াজে।
বাড়ির কথা মায়ের কথা জাগে মনের মাঝে।
এরই মধ্যে দুর দেখি কিসের আলোক ছটা,
ভীষণ ভয়ে উঠলো ঘুরে ছোট্ট মাথাটা।
জ্ঞান ফিরতে চেয়ে দেখি রয়েছি মায়ের কোলে।
ভীষণ মমতায় মা আমায় দেখছে নয়ন মেলে।
খুশিতে আমি তৎক্ষনাৎ জড়িয়ে ধরলাম মাকে,
বললাম আমি করছি শপথ আর ছাড়ছি না তোমাকে।
মা হেসে কয় ওরে খোকা,কোথায় ছিলি মানিক।
তোর বিহনে পরাণ আমার হারায় দিক বিদিক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
৫৮৩জন ৪৮৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ