মা বকেছে আজ খুব, ফিরবো না আর বাড়ি।
ঠিক করেছি মায়ের সাথে নিয়ে নেবো আড়ি।
চাই না আমার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা।
চাই না খাবার,চাই না পোশাক চাই না নিজের বাসা।
তার থেকে সেই ভালো, থাকবো পথে পথে,
খিদে পেলে পানি খাবো, ঘুমাবো ফুটপাতে।
রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বসলাম গিয়ে এক মাঠে,
জনমানবহীন এমন স্থান মেলা ভার এ তল্লাটে।
সময় যায় বেলা গড়ায় সূর্য গেলো ডুবে।
ধীরে ধীরে দিনের আলো তা’ও গেলো নিবে।
হায়!হায়! জমাট আঁধার এখন কি উপায়?
রাতের বেলায় আমার যে ভীষণ ভূতের ভয়।
এদিকে পেটের ভিতর দারুণ সোরগোল,
ক্ষুধার জ্বালায় মাথা ঘোরে ভাবনা আবোলতাবোল।
রাত বাড়ে ভয়ও বাড়ে, নানা বিচিত্র আওয়াজে।
বাড়ির কথা মায়ের কথা জাগে মনের মাঝে।
এরই মধ্যে দুর দেখি কিসের আলোক ছটা,
ভীষণ ভয়ে উঠলো ঘুরে ছোট্ট মাথাটা।
জ্ঞান ফিরতে চেয়ে দেখি রয়েছি মায়ের কোলে।
ভীষণ মমতায় মা আমায় দেখছে নয়ন মেলে।
খুশিতে আমি তৎক্ষনাৎ জড়িয়ে ধরলাম মাকে,
বললাম আমি করছি শপথ আর ছাড়ছি না তোমাকে।
মা হেসে কয় ওরে খোকা,কোথায় ছিলি মানিক।
তোর বিহনে পরাণ আমার হারায় দিক বিদিক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
৫৮৩জন
৪৮৫জন
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মা আর অবুঝ সন্তানের ভালোবাসা চমৎকার লাগলো। মায়ের ভালোবাসার হয়না তুলনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দিদিভাই। সত্যি মায়ের মতো আপন কেউ নাই।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
মাকে হারাই মনে
জীবন মরন সনে।
মাকে নিয়ে সুন্দর লিখা।
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা রইলো দাদা।
শুভকামনা।
হালিম নজরুল
মায়ের মতো অকৃত্রিম ভালবাসা আর কোথাও নেই। ধন্যবাদ কবিতার জন্য ভাই।
ইসিয়াক
ঠিক বলেছেন নজরুল ভাই মায়ের মতো আপন কেউ নাই।শুভকামনা।
রেহানা বীথি
মায়ের ওপর সন্তানের এমন মিষ্টি অভিমান, এ তো চিরন্তন।
খুব ভালো লাগলো ভাই।
ইসিয়াক
ধন্যবাদ আপু্। ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
অসাধারণ ভাবনার অনবদ্য প্রকাশ।
ইসিয়াক
পাশে থাকার জন্য ধন্যবাদ মহী ভাই।
আরজু মুক্তা
মায়ের ভালোবাসার তুলনা নাই।
ইসিয়াক
সত্যি আপু ঠিক বলেছেন .মায়ের ভালোবাসার তুলনা নাই।
মোঃ মজিবর রহমান
মা তাঁর তুলনাহীন কথায় লিখে গেলেন ভাই। যত যন্ত্রনাই থাক মা তাঁর সন্তানের ভাবনায় ভাবে।
ইসিয়াক
মা ছাড়া দুনিয়া আঁধার। মায়ের মতো আপন কেউ হয় না। ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
বেশ লেখেছেন কবি দা অনেক শুভ কামনা
ইসিয়াক
শুভকামনা রইলো প্রিয় কবি।