মহা রাতের ঘাতক আধাঁর

সালাহউদ্দিন সালমান ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০৮:৫৮:৩৫অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য

মহা রাতের ঘাতক আধাঁর

এভিনিউর মোড়ে মার্বেল খেলার ছলে
কেটে গিয়েছিলো আমার নাবালক প্রভাত
কুচকুচে সাদা ইউনিফর্মপড়া
এক কিশোরীর এক্কা দোক্কা খেলা দেখার ছলে
মন্ত্রমুগ্ধের মত পেরিয়ে ছিলাম উদাস দুপুর!
অস্তাচলা গোধূলীর বয়স্ক বিকেলের শেষ গানে
সুর মিলাতে মিলাতে কেটে গেলো আমার বিকেল!
এখন অধৈর্য্যর ঘোর অন্ধকার
বন্ধ হয়ে আসছে সব খুলা দ্বার
দোকানির বাকী হিসাব কষতে কষতে
রাতের উপর দিয়ে উড়ে মহা রাতের
ঘাতক আধাঁর!

৩/৯/২০১৩

https://m.facebook.com/poet.salman

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ