মহামিলনের কাব্যকথা

সুপর্ণা ফাল্গুনী ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১১:৩৬:৫৩অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

তোমায় নিয়ে দেশান্তরী হবো,
পালতোলা নৌকায় ভেসে যাবো ।
যেথায় নদী সমুদ্র-স্নানে ডুবে,
সেথায় মোরা সাঁতার কাটবো ।
তোমায় নিয়ে তেপান্তরের মাঠ পেরোবো,
দিগন্তের সীমান্তে পথ হারাবো ।
জোনাকির আলোয় উদ্ভাসিত হবো,
পূর্ণিমার জ্যোৎস্নায় সিক্ত হবো ।

নদী-সাগরের মোহনার জলতরঙ্গে বাসনা বিলাবো ।
আষাঢ়-শ্রাবণ নয় সুখের প্লাবনে পূর্ণ হবো ।
তোমার বুকে কামনার দ্বীপ-শিখা জ্বালবো,
বেদনার নিকষিত আঁধার দূর করবো ।
রংধনুর সাতটি রঙে মনের ক্যানভাস রাঙাবো ।
আকাশের নীলিমায় মেঘের ভেলায় শ্বেত বাসর গড়বো ।
বুনোফুলের শয্যায়, প্রকৃতির শামিয়ানায়
তোমার আমার সঙ্গম রাঙ্গাবো ।

অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;
কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-
অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।
লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,
মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।
বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।
সবুজের আবরনে চিরনবীন;
আকাশনীলে নীলাম্বরী হবো ।

গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।
শরতের পেঁজা তুলো মেঘে;
স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।
অমা-নিষীথের রাতের আঁধারে ভ্রান্ত পথিক হয়ে ;
পূর্ণিমার আলোতে পথের দিশা কুড়াবো ।

বাস্তবের কষাঘাতকে বেত্রাঘাত করে-
স্বপ্নের মোহনীয়তায় বাসর গড়িবো ।
উত্তরীয় পবনে মনের দাবানলে উষ্ণতার ওম বুলাবো ।
চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ।
তোমার আমার মহামিলনের মহাকাব্য এভাবেই রচিবো ।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ