মহাপ্রলয় পর্ব- ২

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৪৮:৫৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
মহাপ্রলয়ের পর মানুষের হবে তিনটি দল

যারা প্রথম দলে থাকব
তারা বিনা হিসাবে বেহেশত নামক স্থানে যাবে
যারা এই ধরাতে আল্লাহর সকল বিধান অনুসারে
চলাফেরা করেছে
আর তারাই দ্বিতীয় দলে থাকবে
যারা আল্লাহ তায়ালার বিধান অনুসারে চলে নাই
 তারা বিনা হিসাবে দোযখ নামক স্থানে যাবে
আর যারা তৃতীয় দলে থাকবে
তাদের মহাসমাবেশে সকল হিসাব
দিয়ে যেতে হবে
হয় বেহেশত না হয় দোযখে
দোজখের ভয়াল শাস্তি আর শাস্তি
বেহেশতে শান্তি আর শান্তি
তাই ধরাতে সৃষ্টিকর্তার সকল বিধান মেনে চলতে হবে।
রচনাকালঃ
২৮/১১/২০২০

 

৪১৪জন ৩২৯জন
3 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ