অসাধারন লিখেছেন ভাইয়া।
এসব লেখা পড়লে চোখে পানি চলে আসে 😥 একদিন মৃত্যু হবে এটা আমরা প্রায় ভুলেই গেয়েছি। নামাজ নাই,বেপর্দা চলাফেরা করছি,সত্যি মিথ্যার কোন ঠিক নেই সারাদিন কথা বলেই চলেছি। একদিন সবকিছুর হিসাব দিতে হবে, হায় আল্লাহ্ আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো লজ্জায় মাথা নথ হয়ে আসে 😭
আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করুন,এবং বিচারের দিন আমাদের ডান হাত যেন আমলনামা দেন 🤲
আমিন।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
সুস্থ থাকুন সদা।
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখেছেন ভাইয়া।
এসব লেখা পড়লে চোখে পানি চলে আসে 😥 একদিন মৃত্যু হবে এটা আমরা প্রায় ভুলেই গেয়েছি। নামাজ নাই,বেপর্দা চলাফেরা করছি,সত্যি মিথ্যার কোন ঠিক নেই সারাদিন কথা বলেই চলেছি। একদিন সবকিছুর হিসাব দিতে হবে, হায় আল্লাহ্ আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো লজ্জায় মাথা নথ হয়ে আসে 😭
আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করুন,এবং বিচারের দিন আমাদের ডান হাত যেন আমলনামা দেন 🤲
আমিন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি সৃষ্টিকর্তার আদেশ মেনে চলতে হবে
না হলে শাস্তি ভােগ করতে হবে।
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক।
শুভকামনা রইল
আরজু মুক্তা
কবিতায় এভাবে মানুষকে সচেতন করা যায়।
ধন্যবাদ আপনাকে
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
শিক্ষনীয় বিষয়। সবাই একদিন চলে যাবো, সাথে যাবে না এসব পার্থিব সুখ-সাচ্ছন্দ্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবশ্য একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক