প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে
যে বা যারা পৃথিবীতে জীবন নিয়ে জন্ম গ্রহণ করেছে
প্রত্যেক মানুষকে তার কৃত কর্মের হিসেবে দিতে মহাসমাবেশে
বিধির বিধান অমান্য করার জন্য পাবে শাস্তি
আর যারা মেনেছে তারা পাবে পরম শান্তি
কি নাজ নিয়ামত দ্বারা সুসজ্জিত থাকবে
সেই দিনের আমলাদের জান্নাত
দেখে তখন আসবে বুঝে
হবে না কোনো কাজ পুড়তে হবে দোজখে
তাই সদা সৎ পথে চলতে হবে
সকল বিধান মানতে হবে।
রচনাকালঃ
০৯/১২/২০২০
৪২৫জন
৩১৫জন
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
ভীষণ সুন্দর লিখেছেন ।
আপনার অনবদ্য লেখায় মুগ্ধ হলাম।
শুভকামনা নিরন্তর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
সুস্থ থাকুন সদা
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাইয়া। সব হিসেব দিতে হবে, প্রাণ থাকলেই মৃত্যুর স্বাদ নিতে হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সন্ধ্যা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় কবি
সুস্থ থাকুন।
ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা
মোঃ খুরশীদ আলম
সংক্ষিপ্তাসারে পূর্ণাঙ্গ সত্যকথন ফুটে উঠেছে।
ভাল লাগল আপনার কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা
আলমগীর সরকার লিটন
চিরসত্য কথা কবি দা অনেক শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
সুস্থ থাকুন সদা।
ভালো থাকুন।
আরজু মুক্তা
চমৎকার কথন। সত্য কথা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
চিরন্তন সত্য কথা।
শুভ কামনা ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
শুভকামনা