উচু আকাশের গাঙ্গচিল,
অমাবস্যার রাতে শুধু
শক্ত ঠোঁটে খোঁটে,
পাথরের নুড়ি কনায়
রুপোলি আলোর ঝিল!

প্রাচীন মহাকুর্মের
পিঠে ঠোঁট পড়ে ,
ইতিহাস গড়ে! ইতিহাস নড়ে!

সবাই শুধু ,
মহেঞ্জো থেকে পিরামিড খোঁড়ে!
কেউ আবার অশোক গড়ে!
কনিষ্ককে শুক্নো তালপাতায় ছোড়ে!

কালবৈশাখী বাতাস ওড়ে!
পাতাচাপা ধুলো ওড়ে!
পিঁপড়ের দল সব রাস্তায় ঘোরে!
ডানায় ভরে সন্ধ্যাপ্রদীপে
পিঁপড়ে পোড়ে!
নিজের দুবেলার পান্তাভাতের
বুদ্ধ-ইতিহাস কেইবা খোঁড়ে!

@ বাড়ি
তারিখ-১৯/১০/১২
সময়-৪ঃ০২ বিকেল

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ