মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………

মৃত্যু-ব্রত ছুড়ে ফেলে দিয়ে পরিণতি-বিহীন স্তাবক হবো
মিথ্যের আড়াল-পরিচয়ে জ্বলে ওঠার আগেই,
তোমার সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব শ্রমে-ঘামে-সিক্ত
দারু-কারু শিল্পীর মত অনবসন্ন হতে হতে;

মরুর সূর্য-স্নান শেষে সন্ধ্যাকাশের বিলাস-বৈভবের সজীবতায়
কাব্যের স্থিতিস্থাপকতায় সম্মোহিত হয়ে থাকব আদিম আদমের মতো;

৪৩৪জন ২৮৮জন
6 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ