
মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………
মৃত্যু-ব্রত ছুড়ে ফেলে দিয়ে পরিণতি-বিহীন স্তাবক হবো
মিথ্যের আড়াল-পরিচয়ে জ্বলে ওঠার আগেই,
তোমার সমাপ্তি-ব্যাসার্ধ মেপে নেব শ্রমে-ঘামে-সিক্ত
দারু-কারু শিল্পীর মত অনবসন্ন হতে হতে;
মরুর সূর্য-স্নান শেষে সন্ধ্যাকাশের বিলাস-বৈভবের সজীবতায়
কাব্যের স্থিতিস্থাপকতায় সম্মোহিত হয়ে থাকব আদিম আদমের মতো;
৩২টি মন্তব্য
ফয়জুল মহী
মনোমুগ্ধকর উপস্থাপন প্রিয়,শুভকামনা অহর্নিশি।
ছাইরাছ হেলাল
আপনি ভাল থাকবেন সারাক্ষণ।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে। মুসাফিরের জন্য শুভ কামনা। ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
স্বজনদের শুভকামনার জন্য ঐ মুসাফির টেঁসে যাবে না, সে নিশ্চিত।
ভালো থাকুন।
কামাল উদ্দিন
ঝড়ের সময় মুসাফিরের কোথাও আশ্রয় নেওয়ার দরকার ছিলো, মরু ঝড়ে বিপদ অনেক বেশী।
ছাইরাছ হেলাল
দারুণ বুদ্ধি, কিন্তু আপনি কোথায় থাকেন!
টাইম মতো পাওয়া যায় না!
কামাল উদ্দিন
মুসাফির ব্যাটা আমার ফোন নাম্বার নিয়া গেলেই পারতো 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা তাঁকে জানিয়ে দেব।
কামাল উদ্দিন
তাহলে তো হলোই 😀
ছাইরাছ হেলাল
হা হা হা!
সাবিনা ইয়াসমিন
আদিম আদম কিন্তু বিলুপ্ত হয়েছে আদি যুগে। এখন খুঁজলে হয়তো স্ট্যাচুও পাওয়া যাবে না,,,,,, এসব বিমূর্ত জিনিস হওয়ার সাধ-সাধনায় ক্যামনে মত্ত হলেন ভেবে পাচ্ছি না।
ছাইরাছ হেলাল
কী আর করা! আসলে কিছুই বিলুপ্ত হয় না, আমরা দেখি-না বা দেখতে চাই না!
আপনি কবিতা লিখতে শুরু করেন, সেগুলো পাঠ করে এবারে বর্তে যাই।
তৌহিদ
সাইমুম ঝড়েও মুসাফির রয়ে যাবে নিজের কর্মে গুনে সবার মনে। যদিও সে একা তারপরেও চিরঅম্লান হয়ে রবে লেখকীয় সজীবতায়।
ছাইরাছ হেলাল
আমিন, আমিন।
তা হুজুরের হাদিয়া কত!
এস.জেড বাবু
হুজুর এমনিতে ফ্রি সার্ভিস দেয়
তয় তাবিজের দাম বারোআনা।
তৌহিদ
একবেলা ডালভাত খাওয়ালেই হবে ☺
ছাইরাছ হেলাল
মাত্র! ডালভাত!
দেখবেন আবার আম দুয়া ঝেরে দেবেন্না যেন।
ছাইরাছ হেলাল
@বাবু
বহুদিন পর!
সুপায়ন বড়ুয়া
“মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,”
ধীরে বৎস ধীরে
প্রহেলিকা আসুক নীড়ে।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এখন প্রহেলিকার জন্য অপেক্ষ করতে হবে ঝুলে পড়ার জন্য!
ধন্যবাদ আপনাকেও।
নিতাই বাবু
আপনার কবিতার পাতেয় আমিও এক মুসাফির হয়ে থাকতে চাই। একটু স্থান কি দিবেন, হে কবি?
ছাইরাছ হেলাল
হা হা হা,
মুসাফির মুসাফির তো ভাই ভাই,
একজনের বুকে আর এক জনের ঠাই।
রেহানা বীথি
বেদুঈন, মুসাফির নিয়ে লিখতে কেন যেন আমারও একটু আধটু সাধ জাগছে।
আপনার সব কবিতার মতো এটাও অনবদ্য।
ছাইরাছ হেলাল
আজ্ঞা হোক সত্বর;
অনেক ধন্যবাদ, অপেক্ষা করতেই থাকব।
দালান জাহান
সুন্দর বলেছেন কবি
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ,
অনেক দিন পর দেখলাম।
মোঃ মিজানুর রহমান সুমন
ভালো লিখেছেন ভাই
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সাবিনা ইয়াসমিন
প্রহেলিকাকে লাল শাড়ি পরিয়ে দিন, তাহলে আর মুসাফির মন বেদুইন হয়ে ভাগল পুরের সন্ধানে যাবে না 😀😀
ছাইরাছ হেলাল
আপনার ডাক্তারি পথ্য মুসাফির খেতে চাইবে কী না বুঝতে পারছি না।
সুরাইয়া পারভীন
মম মর্মে তুলেছে প্রলয় তুফান
লাল-পেড়ে-শাড়ী শুধুই প্রহেলিকা,
সাইমুম ঝড়ে দিকহারা মুসাফির খুব-ই একা;
রতি-হীন যামিনী টুটে-ফুটে যায়
মুসাফির শুধুই তড়পায় সাহারা সাহারায়…………
দুর্দান্ত উপস্থাপন
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।