মন মানবী

মোকসেদুল ইসলাম ১ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ০১:৫৭:৫২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

মন মানবী ইচ্ছে করলেই তোমায় ছুঁয়ে দেখতে পারি না আমি
তুমি আজনবী নও যেন চেনা শত জনমের
তারপরেও মাঝে মাঝেই ভুল করে বসি অচেনার মতো হা করে চেয়ে থাকি।

কল্পনায় তোমার ছবি আঁকি লাল-নীল বৃত্তে চক্রাকারে ঘুরি
মন মানবী হয়নি এখনো বলা তোমায় কত ভালোবাসি
আমার মনের ডায়রির শেষ পাতা পর্যন্ত ঘুরে এসে দেখ
শুধুই তোমাকে নিয়েই লেখা সব স্মৃতি।

মন মানবী চল আজ মানবী পূর্ণিমায় চাঁদের উথালপাথাল আলোর বন্যার ভেসে যাই
হলুদ পূর্ণিমার লেলিহান আগুনের শিখায় খুঁজি পার্থিব সুখ
রাতের অবাক করা মাদকতায় বাতাসের গন্ধে বিমোহিত হই।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ