মন ভালো নেই- আমি আর কি লিখবো?//

বন্যা লিপি ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০১:২৯:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আমি চুপ ছিলাম তখনও……..যেদিন দেয়ালের নীচে চাপা পড়েছিলো কাঁঠালচাপার তাজা শরীর।

রোদ্দুরের আঁচে জ্যোতিহীন  দিনের আলো ঠুঁকরেছে যেদিন সারসের মগজগুলো…..

দ্বিধাহীন নিশ্চুপে দেখেছি জমকালো নিয়নের নিচে শহরের চাপাকান্না!

প্রাহরিক বিতণ্ডায় জড়িয়ে যাওয়া নাইটকুইনের ওড়নায় দরজায় তালা!

দেয়ালের ধারঘেসে জংশনের প্লাটফর্ম ,প্লাটুনে সেঁটে থাকা অধিকারের পোস্টার; এক একটা দাবিদাওয়ার কাছে দিবা-নৈশের মিছিল সরবে যখন ফাটাচ্ছিলো দাম্ভিক আকাশের বুক!

প্রয়োজনীয় সুতোয় সেলাই করে নিয়েছি দু’ঠোঁট;

 

শরীরে অজস্র ব্যাধী অধিকার করে নিয়ে বেঁধেছে নিশ্চিন্ত নিবাস। ক্রমাগত দখল করে করে মনের আশপাশ সিঁদ কেটে ঢুঁকে পড়েছে মধ্যবর্তী কেন্দ্রে! আচ্ছন্নতায় কলম ধরা আঙুলগুলো ভুলতে বসেছে অন্যকিছু লেখার কথা এ আঙুলে ধরা কলমের! অথচ কি সব লিখছি আজকাল? অর্থহীন রাজ্যের রাজা শাসন করেই যাচ্ছে অনুসরণীয় স্বৈরাচারী হিটলারের মত। বাড়িয়ে যাচ্ছে দুর্বিক্ষের জামনায় খাজনার বোঝা।

 

আমি আর কি লিখবো?

দলে দলে কবিদের ভীড় তবু বেড়েই চলেছে আহাজারী প্রকাশের: মরে যাচ্ছে যত ভালবাসা চেয়ে না পাওয়া প্রেমিক-প্রেমিকা দম্পতি।

অথচ এমনও দেখেছি এ চোখে-একটু একটু করে দশকের পর দশক, যুগের পরে যুগান্তর গুণে গুণে যে দম্পতি ভালবাসার নিবন্ধন ছাড়াই  গড়ে যাচ্ছে প্রজন্মের সংসার! কি করে তারাও টিকে আছে পারস্পরিক ঠোঁকাঠুকির  রেজিস্টারকৃত দালিলিক ছাদের নীচে? প্রয়োজনের চাহিদায় অধরা থেকে গেছে যুগের পর যুগান্তর ভালবাসা নামক সোনার হরিণ। 

আমি আর কি লিখবো?

বিষাক্ত শব্দেরা অনবরত এসে হুমড়ি খেয়ে মগজ কামড়াচ্ছে নির্দয়রকম! আওয়াজের বেমক্কা আঘাতে নবজাত দেয়ালের পলেস্তারা হুমকির মুখে কাঁপছে, অচিরেই বেড়িয়ে আসতে ইট,সুরকির ধারালো, বিভৎস ভয়ঙ্কর কায়া……..!

 

বি:দ্র: কবিতা ভাববেন না কেউ, আত্মোপলব্ধি থেকে এলোমেলো ভাবনার খসড়া।

৬৭৭জন ৪৭৫জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ