
একলা থাকা কোমর বাঁকা বৃদ্ধার
কর্মহীন বকরবকর, অন্যদিন মনোযোগের।
অকালে বিয়ে করা ছেলেটির বউ পেটানো;
অতঃপর বউটির আবোল-তাবোল স্বরের নাকি কান্না,
আর কচি বাচ্চাটার মায়ের দুধ খাবার
রিনরিনে আবদার, অন্যদিন বড় কষ্টের।
মাঠের কৃষকদের ফসল লাগানো হিমেল মাঘের আমেজ,
বেসুরো গলার ভাওয়াইয়া গান,
সরাত করে টান মারা নাকের পানি,
অন্যদিন আমেজে পূর্ণ, আকর্ষণের।
অতি ঠান্ডায় পাখিদের ওম চাওয়ার কিচির মিচির;
বাচ্চা কুকুরগুলোর কেউ কেউ কান্না,
অন্যদিন বড় বেদনার।
আজ কানের বেড়েছে বধিরতা,
চোখের মনিতে পরেছে ছানি,
এ মনে নেই কারও জন্য বাড়াবাড়ি, মনোযোগ, কষ্ট, আমেজ।
সবই বড্ড বিরক্তিকর যেন ধরাছোঁয়ার বাইরে;
কারণ—
আজ কারও মন ভাঙ্গনের সুর বেজেই চলেছে বড্ড বেসুরো গলায়;
থামাথামি বলে সেখানে কোন কথা নেই।
২৩টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আজ কারও মন ভাঙ্গনের সুর বেজেই চলেছে বড্ড বেসুরো গলায়;
থামাথামি বলে সেখানে কোন কথা নেই।— চমৎকার প্রকাশ।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল॥
ভালো থাকবেন সবসময়।
শুভ কামনা।🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অফুরান।
পপি তালুকদার
চমৎকার উপমা! ভালো লাগল কবিতাটি।শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল🥰🥰
আরজু মুক্তা
এই ঠাণ্ডায় তো জমে যাবার কথা। এই সব করার সময় কই? আসলে স্বভাব যায় না ধুইলে খাসলত যায় না মইলে।
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। সেটাই।
শুভ কামনা🥰🥰
বোরহানুল ইসলাম লিটন
এ সুরে জীবন বেতাল করে দেয় প্রিয় কবি।
মৌ মৌ মুখরিক আপন ভুবন মুহুর্তেই হয়ে যায় ধুসর মলিণ।
সুন্দর কবিতায় মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম অন্তহীণ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন🌹🌹
তৌহিদ
লেখায় যেন ফুটে উঠেছে জীবনের বাস্তবতা। সকলেরই এইরকম কিছু চাপা কষ্ট থাকে যা অপ্রকাশিতই রয়ে যায়।
শুভকামনা আপু।
রোকসানা খন্দকার রুকু
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
শুভ কামনা রইলো🌹🌹
ছাইরাছ হেলাল
বড্ড শীত টের পাচ্ছি এদিকে, ওদিকে, সেদিকেও।
রোদের প্রত্যাশা আমাদের, বেসুরতায়-ও।
রোকসানা খন্দকার রুকু
উঠুক রোদ ঝলমল করে।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা🌹🌹
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতি কবি রুকু আপু
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন, পাঠে মুগ্ধ হলাম
শুভ কামনা আপনার জন্য I
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা আপনার জন্যও॥🌹🌹
রেজওয়ানা কবির
চাপাকষ্টগুলোকে ভিতর ভিতর চেপে রাখা,প্রকাশ না করা আরও বেশি কষ্টকর।তবুও জীবন তার গতিতে চলে আর মানুষ তার কিছু কষ্টগুলোকে এভাবেই দমন করে,হারিয়ে ফেলে সুর। ভালো লিখেছ আপু।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো।🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
বাহ্! রুকু আপু আমাদের জন্য একখানা জম্পেশ কবিতা লিখিয়াছেন। চাপা কষ্ট চাপা দিয়েই জীবন বহতা নদীর মতো বয়ে চলছে। তয় নাকের পানি সরাত করে টান মারা কিন্তু সত্যিই আমেজ পূর্ণ 🤣🤣🤣। আহা কি শান্তি শান্তি আর শান্তি!! মাঘের হিম-শীতল শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা দিদিভাই আমি কবিতা ভালোবাসি কিন্তু লিখতে পারি না। চেষ্টা করি। আপনি পছন্দ করেন বলে ভালো লাগে। 🥰🥰😍😍
জিসান শা ইকরাম
এমনই হয়, জীবন যেখানে যেমন,
মেনে নেয়া অতি দীর্ঘশ্বাসে।
বাস্তবতা পুর্ন চমৎকার কবিতা।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।