
আজ আমার মন খারাপের দিন। যাচ্ছে যাচ্ছে করে প্রত্যাশার দিনগুলো সব চলে গেলো,
অথচ আমি দিন গুনছিলাম তটস্থ হয়ে..
উদ্বিগ্নতা নিয়ে।
এক কাপ চা খেতে খেতে অথবা ডুবন্ত ঘুম দিয়ে একেক বেলা পাড় করেছি কতো না ভাবনা নিয়ে,
স্বপ্নের সাথে স্বপ্ন জোড়া-তালি দিয়ে।
কোন এক দিন-প্রহরে তুমি ঠিকঠিক আসবে জানা ছিলো,
আরও ছিলো উদ্বেলিত করা টুকটাক ক্ষণ-স্মৃতি।
আমি খুব ধিরে-সুস্থে রয়ে-সয়ে উপভোগ করেছি অপেক্ষার এই নিদারুণ দিন-ক্ষন গুলো।
একজোড়া কাঠবেড়ালীর বিক্ষিপ্ত গমন
একফোঁটা শিশিরের সমর্পণ
এক পলক দৃষ্টির নিবন্ধন
উত্তপ্ত মরুতে যেমন মায়া-জলের আহরণ
তারও অনেক অল্প সময়ে তোমার বিচরণ!
আজ আমার মন খারাপের দিন।
আজ তুমিহীন একাকী প্রহরে তোমায় ভালোবাসার দিন।
১৩টি মন্তব্য
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী । অপরিসীম ভালো লাগলো।
আরজু মুক্তা
মন খারাপ আর ভালোবাসার দিন। দুটা বিপরীত দিককে টেনে এনে, নিজেকেই ভালোবাসার কথা বলছেন। এটাই উত্তম।
নিজেকে চেনো। নিজেকে ভালোবাসো।
শুভকামনা আপনার জন্য
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক অপেক্ষার প্রাপ্তি গুলো ফুরিয়ে যায় চোখের পলকেই। প্রত্যাশার বিপরীতে পাওয়া ক্ষণিকের প্রাপ্তিতে আনন্দ কম, আর বেদনায় ভরে উঠে মন। তখন অপেক্ষার প্রহর গুলোই আপন হয়ে যায়, তুমিহীন তুমিময়তায় আচ্ছন্ন থাকাতেই নিমজ্জিত হতে ভালোলাগে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
শুভ ভালোবাসা দিবসে শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো। আশা সামনের দিনগুলোতে আপনার মনটা ভালো হয়ে যাবে। করোনাকালে একটু সাবধানে থাকাটাই শ্রেয়!
সত্যি আপনার কবিতা আমাকে সবসময় মুগ্ধ করে।
ছাইরাছ হেলাল
মন খারাপের বিলাস নিয়ে একাকীর অপেক্ষা ‘ভালোবাসিবার তরে’ মন্দ না।
আপনিও কবি !! চলুক প্রেমের কলকলানি !!
আলমগীর সরকার লিটন
বর্ষার দিন মানেই মন খারাপের দিন স্মৃতি হাসার দিন অধৈর্য থাকার দিন——–
অনেক শুভেচ্ছা রইল কবি আপু
মোঃ মজিবর রহমান
আকাংখ্যা জিইয়ে থাক, সে আসবেই আসুক পরিপুর্নতা আসুক।
দারুন কাব্য।
সুপর্ণা ফাল্গুনী
তুমিহীন ভালোবাসার দিনে বিরহ আসবেই, মন খারাপ হবেই এটাই চিরন্তন সত্য। ভালোবাসার পরিপূর্ণতা, সুখ , আনন্দ প্রিয়জনের ভালোবাসার, কাছে থাকার মধ্যেই নিহিত। খুব ভালো লাগলো আপনার কবিতা। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
“এক কাপ চা খেতে খেতে অথবা ডুবন্ত ঘুম দিয়ে একেক বেলা পাড় করেছি কতো না ভাবনা নিয়ে,
স্বপ্নের সাথে স্বপ্ন জোড়া-তালি দিয়ে।”
ভীষণ সুন্দর কবিতা লিখেছেন আপু,
যে মন শুন্যে ভেসে যায়,
তার আর হারানোর ভয় থাকেনা, সে হয়ে যায় দিগ্বিজয়ী।
খুব ভালো লাগলো।
কামাল উদ্দিন
মন খারাপের এমন দিনে জানালায় বসে বৃষ্টিটাকে উপভোগ করার চেষ্টা কিন্তু করাই যায় আপু। কিংবা বৃষ্টি দিনের রসনা বিলাসী রান্না অথবা আকাশ কালো করে ঝুম বৃষ্টি অথবা গাছের পাতা থেকে ঝড়ে পড়া টাপুর টুপুর বৃষ্টিকে নিয়ে ব্লগে কিছু ছন্দ টন্দ লিখেই ফেলা যায়, মন খারাপ করে থাকার দরকারটা কি? শুভ কামনা সব সময়।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার প্রকাশ —
আজ তুমিহীন একাকী প্রহরে তোমায় ভালোবাসার দিন।
শুভ কামনা রইল।
সুপায়ন বড়ুয়া
আজ আমার মন খারাপের দিন।
আজ তুমিহীন একাকী প্রহরে তোমায় ভালোবাসার দিন।
বিরহ ব্যথা বাজে কর্ণকুহুরে
আসুক মিলনের দিন।
শুভ কামনা।
উর্বশী
মন খারাপের উঠোনটা ভালোবাসায় ভরপুর হলে তো ভালই। আর সেজন্যই বুঝি আমি আপনার ভালোবাসায় নেই। খুব সুন্দর লেখা। মন খারাপ দূর হোক,মিলনের বাঁশী বেজে উঠুক।
মন ছুঁয়ে যাওয়া লেখনি। ভাল থাকুন শুভ কামনা।