মন কেমন!

সুপর্ণা ফাল্গুনী ১৮ এপ্রিল ২০২০, শনিবার, ০১:৫৩:৪২অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

তোমরা কি ভাই বলতে পারো- মন টা হলো কেমন!
কেমন তার আকার, কেমন তার ধরন?
কেমন করে সে অন্যের মন করে হরণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি রঙ, কি তার মনন?
কেমন করে রাঙায় সে অন্যের মন?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে ঘর, আছে উঠোন?
কেমন করে সে করে বরণ, করে সেথায় লালন?

তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে রূপ, আছে গড়ন?
কেমন করে সে অন্যকে করে আলোড়ন?
তোমরা কি ভাই বলতে পারো –
মনের কি আছে নিদ্রা, আছে স্বপন?
কেমন করে সে অন্যের নিদ্রা করে হনন?
তোমরা কি কেউ বলতে পারো –
মনের কি আছে আকাশ, আছে পবন?
কেমন করে সে অন্যের মনে আনে বর্ষণ?
তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে আড়শি, আছে নয়ন?
কেমন করে সে অন্যের মনে দেখে নিজের বদন?

তোমরা কি কেউ বলতে পারো-
মনের কি আছে সুখ, আছে বেদন?
কেমন করে সে অন্যের মনে ঘটায় ক্ষরণ?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে হীরক, আছে মানিক-রতন?
কেমন করে সে অন্যের মনে করে খনন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে নদী,আছে তুফান?
কেমন করে সে অন্যের মনে আনে প্লাবন?
তোমরা কি ভাই বলতে পারো-
মনের কি আছে বীজ , আছে জমিন?
কেমন করে সে অন্যের মনে করে বপন?

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ