মন এবং মগজ

মাছুম হাবিবী ১৬ এপ্রিল ২০২২, শনিবার, ০৪:৩২:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

কখনো এমন হয়েছে ;আপনি দীর্ঘক্ষণ ফেসবুকে এক্টিভ। কখনো ফেসবুক ভিডিও দেখছেন। কখনো বা নিউজফিল্ড এসে নিচে স্ক্রল করে সবার পোস্টে চোখ হাঁটাচ্ছেন! বাট কারো পোস্টে লাইক কিংবা কমেন্ট করছেন নাহ। কখনো কী এমন হয়েছে ;পরিচিত অনেকেই চ্যাট লিস্টে এক্টিভ। কিন্তু কাউকেই নিজ থেকে ম্যাসেজ দিতে ইচ্ছে করছেনা। অন্য কেউ ম্যাসেজ দিচ্ছে কি নাহ সেটাও নোটিশ করছেন। বাট কারো ম্যাসেজ না পেয়ে। হালকা মন খারাপে ;এক্টিভ চ্যাট অফ করে দিয়েছেন। যাতে কেউ দেখতে পায় নাহ আপনি ফেসবুকে এক্টিভ!

মাঝে মধ্যে প্রায় সবাকেই এমন পরিস্থিতিতে পড়তে হয়। মনে হয় সবকিছু অন্ধকার। আপনার শ্বাস নেয়ার মত এক ঠুকরো আলো নেই। মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে। শুধু আপনি ভালো নেই। মানুষ এক রহস্যময় প্রাণী। মানুষ চায় অন্যরা তার সব সময় খুঁজ নিক। তাকে কল দিক, ম্যাসেজ দিয়ে বিরক্ত করুক। বাট সে নিজে গায়ে পরে কয়জনের খুঁজ নিয়েছে ;সেটা একবারও নোটিশ করেনা। আমরা নিজেদের বেলায় বড্ড স্বার্থপর! আর এই স্বার্থপরতার কারণেই ;ক্রমশ মন খারাপ হয়। নিজের প্রতি বিরক্তি আসে এবং অন্যদের থেকে নিজেকে আড়াল করার জন্য। মাথায় এক প্রকার চাপ সৃষ্টি হয়। যা তাৎক্ষণিক সময়ের জন্য খুব বিপদজনক এবং ক্ষতিকর!

৩১২জন ২৫২জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ