বড় বড় বৃষ্টির ফোটা মনে করিয়ে দিচ্ছিল আমাদের দেশের বৃষ্টির কথা । একই আকাশ একই বৃষ্টি । কেবল বৃষ্টি পরার জমিন আলাদা । এই জমিনই পার্থক্য গড়ে দিয়েছে তাদের আর আমাদের জীবন যাত্রার।

আড্ডা দিচ্ছিলাম মন্ট্রিলের এক বাঙালীর ছোট গার্মেন্টস এর দোকানে। আন্ডার গ্রাউন্ডে দোকান । মন্ট্রিলে অনেক আগে এসেছেন । প্রায় পঁচিশ বছরের জীবন মন্ট্রিলের । বিয়ে করেছেন এখানে বসেই । ছেলে মেয়ে বড় হয়েছে। । ' এতগুলো বছর এখানে কাটিয়ে বুঝেছি যে এখানে আমার ছেলে মেয়েদের রাখা উচিৎ না , এখনই ছেলে মেয়েরা আমার আত্মীয়দের ভালো ভাবে জানে না , নিজের দেশ বলতে ওরা বুঝে ক্যানাডা । অপরাধ বোধে ভুগছি আমি এবং আপনার ভাবি । আমরা আমাদের সন্তানদের বিদেশী বানিয়ে ফেললাম ? ফিরে যাবো দেশে ' - বললেন উনি। মলিন মুখ , চোখ ছলছল। বুঝতে পারছিলাম আমি ভিতরে তাঁর কান্নার ঢেউ ।

হঠাৎ বৃষ্টি । সিড়ি বেয়ে বৃষ্টি দেখার জন্য রাস্তার কাছে দাঁড়িয়ে ছবি তুলছি । বাইরের বৃষ্টি আর দোকানের ভিতরে এক বাঙ্গালীর চোখের পানি , সমার্থক হয়ে গিয়েছে আমার কাছে । ছাতা , রেইনকোট দিয়ে নিজকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে হেটে যাচ্ছে অসংখ্য মানুষ ।
বৃষ্টির মাঝেও থেমে নেই মানুষের পথ চলা ।
থেমে থাকে না ।

বৃষ্টিতে পথ চলা  কিছু ছবি। ছবি গুলো সব একই স্থানে দাঁড়িয়ে তোলা।
বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন।

 

 

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ