মনে মনে ভালবাসি

শামীনুল হক হীরা ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৪:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

সুখ কাকে বলে আমি জানতাম না
যদি না প্রেমে পড়তাম,
দুঃখ কাকে বলে আমি বুঝতাম না
যদি না তোমায় ভালবাসতাম।
আনন্দ কি জিনিস আমি চিনতাম না
যদি না দেখতাম তোমার হাসি,
তোমাকে বাস্তবে এতটুকু ভালবাসি না
যতটুকু না মনে মনে ভালবাসি।

৪১৯জন ৩৫৯জন
5 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ