মনের জলছবি

আলমগীর সরকার লিটন ১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১১:৩৮:৩৪পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

মনের চারিত্রিক কে তাহলে জীবন বলো-
এই জীবনের মানে খুঁজতে হলে-
নিজেকেই জলছবি ভাবতে হবে!
চায়ের চুমুকে আনতে পারো খানিটা তৃপ্তি
প্রাগৈতিহাসিক আলোকিত করতে হবে দৃষ্টি
তাহলেই কিছুটা জীবন মানে খুঁজতে পারো।

মৃত্যুর স্বাদ নিতে পারো-
ঘুমানোর নোনাটে গন্ধ সুবাস
অথচ আমরা সুগন্ধী খুঁজি-
কার ঠোঁটে কিংবা লাশবাহী হর্ন শব্দলোকে!
কি অদ্ভুত ভাবছো, তাই না! কিছুটা হলোও
গানের লয় তাল খুঁজও জীবন!

শিশুর আগমনী কণ্ঠে শুনতে পেলে
কি যে আতর্নাদ! এতটুকু বুঝতে পারো
তোমার নবাগত শিশু দেখে-
আরও গম্ভীর হচ্ছো, তাই না
এবার বুঝবে হয় তো জীবন মানে কি?
ওখানেই মনের আঁকা জলছবি দুর্বাঘাসের ঘু্ম।

৩১ভাদ্র ১৪২৮, ১৫সেপ্টেম্বর ২১

৩৮২জন ৩০২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ