মনের খরগোশ

আলমগীর সরকার লিটন ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১২:৪৪:৫৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

মনের খরগোশ গেলো না রে-
দৌড়াতে দৌড়াতে গতির হলো না শেষ
ওই যে বন জঙ্গল করলে না পরিস্কার-
যতোই কর দুষ্টুমি আর আলসেমি
ধরা খেতেই হবে সামনে আসবে শিকারি।

সারা ক্ষণ তিড়িং বিড়িঙ করো কচ্ছপের
সাথে- বুঝলে কি এ ভবের দুনিয়াতে-
সময় থাকিতে- ক্ষীণ কচ্ছপ চিনে নাও-
তোমার বন জঙ্গলে দুচোখ মেলে দেখো হচ্ছে
কত দাবানল- তেমন করে পুড়বে মন বাড়ি;

সাঁতার ছাড়াই- কত বাছ মারো-জল ছাড়াই
কোনকিছু হলেই কিছু হবে না বলো আছে আল্লাই
অবিশ্বাসী মন মাঝে মাঝে হেঁচকা টানো কত
দৌড়াতে দৌড়াতে গতির জানলে না শেষ-
মনের খরগোশ গেলো না রে।

২৫ অগ্রহায়ন ১৪২৬, ১০ ডিসেম্বর ২০
------------------------------------------

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ