
মনের খরগোশ গেলো না রে-
দৌড়াতে দৌড়াতে গতির হলো না শেষ
ওই যে বন জঙ্গল করলে না পরিস্কার-
যতোই কর দুষ্টুমি আর আলসেমি
ধরা খেতেই হবে সামনে আসবে শিকারি।
সারা ক্ষণ তিড়িং বিড়িঙ করো কচ্ছপের
সাথে- বুঝলে কি এ ভবের দুনিয়াতে-
সময় থাকিতে- ক্ষীণ কচ্ছপ চিনে নাও-
তোমার বন জঙ্গলে দুচোখ মেলে দেখো হচ্ছে
কত দাবানল- তেমন করে পুড়বে মন বাড়ি;
সাঁতার ছাড়াই- কত বাছ মারো-জল ছাড়াই
কোনকিছু হলেই কিছু হবে না বলো আছে আল্লাই
অবিশ্বাসী মন মাঝে মাঝে হেঁচকা টানো কত
দৌড়াতে দৌড়াতে গতির জানলে না শেষ-
মনের খরগোশ গেলো না রে।
২৫ অগ্রহায়ন ১৪২৬, ১০ ডিসেম্বর ২০
——————————————
১২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার শব্দ চয়নে নিপুণ নির্মাণ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন———————-
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ চমৎকার ভাইয়া।মনের গতি এভাবেই দৌড়ে চলে , আল্লাহর দোহাই দিয়ে এভাবেই চলছে সবকিছু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন——————–
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন——————–
রোকসানা খন্দকার রুকু
অনেক ভালো লাগা রেখে গেলাম।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন——————–
জিসান শা ইকরাম
খুবই ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি জিসান দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন——————–
তৌহিদ
আল্লাহতো আছেনই, তাই বলে নিজে চেষ্টা না করে তার উপর ভরসা করাটা বোকামি।
সুন্দর লিখলেন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই-
ভাল ও সুস্থ থাকবেন——————–