জীবন গাড়ি চলমান ঐ যে মেঘের
চলন্ত পথ কি বন্ধ হয়ে যায় ধরায়
দায়িত্ব নিয়ে চলতে, দায়শোধ করতে,
পারা যায়কি বিরক্ত বা দেনাপাওনাতে।
মানুষ হয়ে ঐ চলে যাওয়া মানুষের জন্যে।
মানুষের প্রতি মনুষ্য
থাকে মানুষের সত্য।
জেগে উঠুক মানবতা
মানুষের অন্তরে হোক সকলের শুভ কামনা।
Thumbnails managed by ThumbPress
২২টি মন্তব্য
রুদ্র আমিন
জেগে উঠুক মানবতা
মোঃ মজিবর রহমান
সকল মানুস মানুস্কে ভালবাসুক
বন্যা লিপি
বড় প্রয়োজন মানবতার এই দুঃসময়ে।
মানুষ মানুষের জন্য।
শুভ কামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
শুভ কামনা সকলের জন্য
আরজু মুক্তা
মানবতার বড় প্রয়োজন।
শুভকামনা!
মোঃ মজিবর রহমান
মানবতার বড়ই অভাব। এখন 👻
নিতাই বাবু
মানবতার জয় হোক।
মোঃ মজিবর রহমান
সহমত দাদা
সাবিনা ইয়াসমিন
জীবন গাড়ি বা মেঘের পথ চলতেই থাকে যারযার গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত। আর যারযার কর্ম তাকেই সম্পাদন করতে হয়, ত্যাক্ত বিরক্ত যতই হোক। তবে মানবতাহীন কর্ম কেবলই পণ্ডশ্রম সমতুল্য। সকলের মাঝে মানবতা জাগ্রত হোক/ থাকুক এটাই কাম্য।
শুভ কামনা মজিবর ভাই। ভালো থাকুন 🌹🌹
মোঃ মজিবর রহমান
হ্যা আপু সকলের করম নিজ নিজ হয়, তেমনি করম ফল নিজ নিজ উত্তর বা ব্যাথা পোহাতে হই।
তবে ব্যাড করমএ পারিবারিক কস্ট বা শাস্রতি পেতেও হয়।
আহুভেচ্ছা সুন্দর মন্তব্যের জন্য
রেজওয়ান
🤘”সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই”❤
✌ভাল ও সুস্থ মনের মানুষ হতে হলে মনুষ্যত্বের বিকল্প নেই😇
মোঃ মজিবর রহমান
খুব ভাল বলেক্সহেন রেজয়ান ভাই
রেজওয়ান
ভালবাসা নিবেন ভাইজান✌
#রেজওয়ান😜
মোঃ মজিবর রহমান
রেজয়ান ভাই আপনারা ভালথাকুন। ভালবাসা গ্রহন করলাম।
শুভেচ্ছা অবিরত।
মনির হোসেন মমি
জয় হোক মানবতা। আপনার জন্য শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
মানুসের মনের মাঝে মনুস্য জেগে উঠুক
প্রদীপ চক্রবর্তী
জয় হোক মানবতার।
শুভকামনা দাদা।
মোঃ মজিবর রহমান
জেগে উঠুক সকল মানুসের মাঝে মানুসের প্রতিমানুসের মানবতা।
ভালবাসা অবিরত
তৌহিদ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটাই চিরন্তন সত্য বলে মানি।
জয় হোক মানবতার।
মোঃ মজিবর রহমান
আশা রাখি জয় হোক মানবতার
ছাইরাছ হেলাল
মানবতা অবশ্যই জাগরুক থাকবে।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
🇧🇩