মধ্যবিত্ত পরিবার

জাহাঙ্গীর আলম অপূর্ব ২১ জুন ২০২১, সোমবার, ০২:৩২:৪৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  1. মধ্যবিত্ত পরিবারের শুধু কষ্ট আর কষ্ট
  2. হয় না তো স্বপ্ন পূরণ, স্বপ্ন গুলো হয় শুধু নষ্ট।
  3. বলতে পারে না তো তাদের অভাব অনাটন কথা
  4. সদা ঘুরে বেড়ায় বুকে নিয়ে গিরি সমতুল ব্যাথা।
  5. কেউ নেই মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কথা শোনার,
  6. সমাজে কেউ নেই তাদের বিষয়ে জানার।
  7. দূর্যোগের ঘনঘটা বেশ তারা কি আছে ভালো,
  8. করোনা সংক্রমণের তীব্রতা ভীষণ ভীষণ কালো।
  9. খেয়ে না খেয়ে কেটে যায় তাদের কত যে, কত দিন
  10. শ্রমিক হয়ে ঘাম ঝরিয়ে শোধ করে তারা পেটের ঋণ।
  11. মধ্যবিত্ত পরিবারের সদস্যদের যে কত বিচিত্র করুন দশা
  12. সদা জীবন সংগ্রামের দীর্ঘ প্রতীক্ষা আর মনে নানা আশা।
  13. একটু একটু স্বপ্ন নিয়ে তারা আজও আছে বেঁচে
  14. অতীত দিনগুলো যে কত বেদনা বিধুর তাদের গেছে।
  15. চাই না আর জীবনে এমন একটি পরিবার
  16. সুখ তো নেই শুধু দুঃখ বিহীন কিছু নাই জীবনে আর।
  17.  পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতা মধ্যবিত্ত পরিবারের লোক
  18. কষ্টে থেকে সুখের অভিনয় করতে হয় থোক থোক।
  19. রচনাকালঃ
  20. ১৬/০৬/২০২১
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ