মধ্যবিত্তের উপাচার

শিরিন হক ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১২:২৩:৫১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আমি নিম্নমধ্যবিত্ত এক প্রাণী।
অন্যের গোলামীতে প্রাইভেট চাকুরী
মাস শেষে হিসেব কষে মাইনেটা আসে হাতে
বাড়তি ইনকাম নেই,
আমাদের মাইনেটাও বাড়েনা!

দিনদিন বেড়ে যায় হিসেবের খাতা
বাকি পড়ে দোকানে -দোকানে,
বেড়ে যায় পাঁজরের ব্যথা!
এই বুঝি মাথা তুলে দাঁড়াবো!
হঠাৎ তাকিয়ে দেখি পিছুটানে পড়ে আছি
মাসটা কী করে চালাবো?

চালডাল, শাকপাতা খেয়ে দিন চলে যায়।
বাজারে আনাজপাতি ক্রমে ভুলে যায় আমাদের সাধ্য!
বউয়ের শাড়ী গয়নাগাটি আকাশ-কুসুম স্বপ্ন।
ছেলে-পুলের বায়নাটা বাদ দিলাম সব'ই
জীবনে বাঁচার জন্য বাঁচি !
পেটে লাথি মারে কারা?
কিছু দেখতে নেই, বলতে নেই
হয়েছি সর্বহারা।

চাকুরীটা চলে যাবে ভয়ে ভয়ে থাকি!
তোমাদের পকেট ভারী
মাইনেটাও বাড়ছে
আমাদের সম্বল আনমনে কাঁদছে।
নুন আনতে পানতা শেষ
রক্তটা চুষে নিচ্ছো বেশ!

পালের হাওয়ায় নৌকার দাঁড় কে টানবে?
আমাদের জীবনে কে-বা সুখ আনবে??

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ