
আমার ফেসবুকে একজন নাইজেরীয় প্রবাসী বান্ধবীর টাইমলাইনে আজ একটি লেখা পড়লাম। তিনি তার ছেলের স্কুলের চেয়ারম্যান মহোদয়ের একটি ই-মেইল নিয়ে লিখেছেন । তার ছেলে নাইজেরীয়ায় যে স্কুলে লেখা-পড়া করে সেখানে টিউশন ফি সারা বছরের টাকা এককালীন স্কুলের ব্যাংক হিসেবে জমা দিতে হয়। তিনি লিখেছেন, শুধুমাত্র প্লে-তে টিউশন ফি বছরে বাংলাদেশী টাকায় ১৫ লাখ টাকার মতন। উনার ছেলে নবম শ্রেনীতে পড়ে। তার বাৎসরিক টিউশন ফি আরো বেশী। একই খরচে নাইজেরীয়ানরাও তাদের তিন চারজন বাচ্চাদের পড়াচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের বাচ্চারা সেই স্কুলে লেখাপড়া করে। এই টাকার বাহিরে আর কোন খরচ স্কুলে দিতে হয় না। এক কথায় সেরা মানের একটি স্কুল।
স্কুল চেয়ারম্যান মিস্টার দারউইশ ফুদেহ মেইলে যা লিখেছেন তার কিছু অংশ তার লেখা থেকে তুলে ধরছি-
পুরো মেইলে মিস্টার ফুদেহ করোনার জন্য এই যে মানুষের ব্যবসা, চাকরি, পুরো অর্থনীতি ভেংগে পড়েছে তা নিয়ে বার বার দুঃখপ্রকাশ করেছে, আফসোস করছে, সমবেদনা জানাচ্ছে।
মিস্টার ফুদেহ লিখেছে, অনেক প্যারেন্টস হয়তো চাকরি হারাবে, ব্যবসা পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু মিস্টার ফুদেহ এও বলেছেন, যে প্যারেন্টদের সমস্যা হবে চাকরিতে, ব্যবসায়, তারা যেনো অবশ্যই স্কুলের কমিটিকে জানান। মিস্টার ফুদেহ নিজে চেষ্টা করবেন, এবং যে সকল প্যারেন্টদের সাধ্য আছে জবে হেল্প করার তারাও যেনো করেন সেই আহবান করেছেন বার বার।
যেহেতু স্কুলের পুরো এক বছরের টাকা তারা নতুন সেসন শুরুর আগেই দিয়ে দেন,এরপর পুরো বছর আর এক টাকাও দিতে হয়না, তাই বাচ্চাদের এক বছরের সকল কার্যক্রম ও এই টাকার মধ্যেই। বাচ্চাদের লাঞ্চ স্কুল থেকে দেওয়া হয় এই টাকার মধ্যেই, এক্সট্রা কারিকুলাম থাকে এই টাকার মধ্যেই। যেহেতু ফাইনাল টার্মে লাঞ্চ আর এক্সট্রা কারিকুলাম স্কুলে করতে পারছেনা, তাই মিস্টার ফুদেহ লাঞ্চ আর এক্সট্রা কারিকুলামের টাকা ফেরত দিবেন।
মেইলের লাস্ট প্যারা পড়ে তিনি আরো অবাক হয়েছেন। মিস্টার ফুদেহ এর প্রতি আরো শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে গেছে। উনি বলেছেন, যখন স্কুলের নতুন সেসন সেপ্টেম্বরে শুরু হবে, এরমধ্যে অনেক প্যারেন্টস মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়বেন, অনেকের পক্ষেই সম্ভব হবেনা এই স্কুলে পড়ানো, কিন্তু মিস্টার ফুদেহ কোন বাচ্চাকেই হারাতে চান না। উনি বলেছেন, যদি কোন প্যারেন্টস তার বাচ্চার নতুন সেসনের পুরো টাকা জমা দিতে না পারেন তাহলে তারা যেনো অবশ্যই মিস্টার ফুদেহের সাথে যোগাযোগ করেন। উনি তাদের ডিস্কাউন্ট দিবেন, প্যারেন্টদের ফিন্যান্সিয়াল সাপোর্ট দিবেন।
এই ছিলো ই-মেইলের ভাষা।
আমি তার লেখাটি পড়ে স্কুল চেয়ারম্যান মিষ্টার ফুদেহ এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। উনাকে স্যালুট করি বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বকে লন্ডভন্ড করার পরও তিনি তার স্কুলের একটি বাচ্চাকেও হারাতে চান না বলে।
অথচ আজ ৭১’টেলিভিশনে উপস্থাপিকা মিথিলা পারভীনের এক টকশোতে শুনলাম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়াম্যানরা আগামী টিউশন ফি কিভাবে আদায় করা যায় তার একটি পরিকল্পনা করছেন। গত মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। যা আগামী ৩০শে মে পর্যন্ত বন্ধ থাকবে। উপস্থিত টকশোতে দুইজন শিক্ষা প্রতিষ্ঠানের মালিকও ছিলেন। তাদের বক্তব্য ছিলো প্রতিষ্ঠান ভবনের ভাড়া,কর্মচারী,শিক্ষকদের বেতন-ভাতাদি সহ অন্যান্য খরচ এই টিউশন ফি দিয়ে মিটিয়ে থাকেন।
ইত্যাদি ইত্যাদি।
করোনাত্তোর বেশী সমস্যায় পড়বেন আমাদের মতন মধ্যবিত্ত পরিবার ও পরিববারভুক্ত সদস্যরা। যাদের আয়ের উপর নির্ভরশীল গোটা পরিবার। এই শ্রেনীর মানুষগুলো সবচেয়ে অসহায় ও সহনশীল। তারা না পারেন মুখ ফুঁটে কিছু বলতে না পারেন কোথাও হাত পেতে কিছু নিতে। বৈশ্বিক এই মহামারীর কথা চিন্তা না করে রক্তচোষা মানুষগুলি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের উপর যদি সহায় না হয় তবে আমাদের সন্তানদের লেখা-পড়ায় বিরাট আঘাত আনবে। এমনও হতে পারে অনেক বাচ্চারা ঝরে যেতে পারে। স্কুল পর্যায়ে আঘাত না আসলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া আমাদের সন্তানেরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবার আশাংকা সবচেয়ে বেশী।
এবার আপনারাই মিস্টার ফুদেহ বনাম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের মন-মানসিকতার প্রার্থক্যটা খুঁজে দেখুন।
রঙিন জামা চকচক করিলেই স্থায়ী হয় না। স্থায়ীত্বের জন্য চাই প্রয়োজনীয় যত্নাদি। নইলে শুঁয়ো পোকা কেঁটে দিবে।
সবাই ভালো থাকুন।
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
আমাদের এখানে উপর হতে নিচে পর্যন্ত দাও আর খাই। চাউল চোর ,তেল চোর , ভোট চোর , অধিকার চোর যেন চোরের খনি।
শামীম চৌধুরী
এত খনির ভিড়ে সাধারন মানুষ না খেয়ে মরছে এই দূর্দিনে। ভালো থাকবেন মহী ভাই।
ছাইরাছ হেলাল
মিস্টার ফুদেহর প্রতি শ্রদ্ধা এমনিতেই চলে আসে।
অন্য ভাবে দেখলে, আমাদের এখানে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বল শিক্ষক আছেন।
বেতন ই একমাত্র উপায়। তার অবস্থা কিন্তু সঙ্গিন, সমস্যার যাঁতাকলে আতকে যাচ্ছি আমরা ক্রমাগত।
নিরাপদে ত্থাকবেন ভাই।
শামীম চৌধুরী
আপনিও নিরাপদে থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
মিস্টার ফুদেহর কথা শুনে খুব খুশি হলাম। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব নয় অনেক গুলো কারনে। হয়তো দুএকজন ব্যতিক্রম আছে কিন্তু তাদের দিয়ে তো পুরো সমাজ বা দেশ চলবে না। শুধু করোনাকালেই নয় ,মধ্যবিত্তরা যে সবসময় অসহায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
শামীম চৌধুরী
হুম আমাদের দেশেও সম্ভব যদি আমরা গিরগিটির মতন রক্তচোষা না হই। ধন্যবাদ দিদি। ভালো থাকুন।
কামাল উদ্দিন
ওনাদের কাছ থেকে যদি কিছুটা আমাদের কর্তা ব্যক্তিরা শিখতো আমাদের জন্য কতোইনা ভালো হতো। আমাদের মতো মধ্যবিত্তরা অলরেডি সমস্যায় পড়ে গেছি ভাই।
শামীম চৌধুরী
জ্বী কামাল ভাই। মধ্যবিত্তরা যুগে যুগে মার খেয়ে আসছে নীরবে।
আরজু মুক্তা
বাংলাদেশের অনেক স্কুল বছরের প্রথমে বড় এ্যামাউন্ট নেয়। তা বাদেও প্রতি মাসে এটা সেটা লেগে থাকে।
এদের শিখার মানসিকতা নাই
শামীম চৌধুরী
এরা বনিক। বনিকের নেশা টাকায়। কি শিখবে আপু?
তৌহিদ
মধ্যবিত্তদের সবপাশেই সমস্যা। পাশ্চাত্যের পপড়াশোনারর সিস্টেমটা দারুন। তারা আমাদের মত রক্তচোষা না। কিন্তু এদেশেও ভালো মানুষ আছে। তবে সকল খারাপের ভীড়ে তারা আড়ালেই থেকে যায়।
ভালো থাকবেন ভাই।
শামীম চৌধুরী
এদের সংখ্যা কম বলে এরা ভয়ে থাকে। ধন্যবাদ ভাইজান।
শামীম চৌধুরী
লেখাটা পড়ার জন্য ও মন্তব্যে আমাকে উৎসাহ দেবার জন্য সবাইকে ধন্যবাদ।
হালিম নজরুল
প্রসংশা করতেই হয়। সময়োপযোগী বিষয় নিয়ে সুন্দর লিখেছেন ভাই।
জিসান শা ইকরাম
মিস্টার ফুদেহ বর্তমান সমস্যার কারনে সৃষ্ট বিপর্যয়ের কারনে ফি ফেরত দিচ্ছেন, ভবিষ্যত সমস্যার কথা ভেবে ডিসকাউন্ট দেবেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই হয়।
আমি আমাদের জেলার সবচেয়ে বড় বেসরকারি স্কুলের চেয়ারম্যান। আপাতত তিন মাসের টিউশন ফি মওকুফ করে দিয়েছি ছাত্র/ ছাত্রীদের। প্রায় ১৮০০ ছাত্র/ ছাত্রী আমার স্কুলে।
করোনা পরিবর্তি সময়ে সবচেয়ে কঠিন সংকটে পরবেন মধ্যবিত্তরা এতে কোনো সন্দেহ নেই।
ভালো লিখেছেন শামীম ভাই।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
দু’জায়গা থেকে উপাত্ত নিয়ে বিশ্লেষণমূলক ও তুলনামূলক চিত্র তুলে ধরেছেন সুনিপনভাবে।
ভালো লাগল পড়ে।কেউ এই মৌলিক চাহিদা তথা শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়,সেটাই কামনা করি।