বৃষ্টিদগ্ধ চুম্বন―
স্মৃতির বাক্সে ঢুকে গেছে;
কামনার আদিমতম রূপ
আড়মোড়া ভেঙে জাগে মধ্যরাতে।
গিটারে বিলাপের সুর
মদের গেলাসে ঢুকছে অন্ধকার…
ঘড়ির কাঁটাগুলোয় ঘুরছে―
অতীত-বর্তমান-ভবিষ্যৎ,
দুরন্ত অশ্বের পিঠে চড়ে
ব্রুটাস ছুটছে চতুর্দিকে।
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
নীহারিকা
কবিতা বুঝি না, তাই কিছু লিখলাম না 🙁
ব্যতিক্রমী
আমিও বুঝি না। 🙁
রাসেল হাসান
ভালো লাগলো।
ব্যতিক্রমী
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সময় নিয়ে লেখা লাইনগুলো বেশ চমৎকার…
ব্যতিক্রমী
আমার শিরোনামটাই পছন্দ হয়েছিল। এর ওপর ভিত্তি করেই লিখেছিলাম। কতটা হয়ে উঠেছে তা বলতে পারবো না। 🙂
নীলসাধু
শুভেচ্ছা
কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ জানবেন।
ব্যতিক্রমী
ধন্যবাদ। -{@
লীলাবতী
ভালো লেগেছে কবিতা , মদ নয় :p
ব্যতিক্রমী
প্রথমেই দুঃখ প্রকাশ করছি। দীর্ঘদিন ছিলাম না। গরল আসলেই ভালো না।
খসড়া
কিযে বলেন হাতে তরল আগুন থাকলে কি কোন হতাশা গ্রাস করে।
ব্যতিক্রমী
করে জনাব, করে।