মতের অমিল

কামরুল ইসলাম ২৬ আগস্ট ২০২০, বুধবার, ০৪:২৫:৩৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

"""""""""""" মতের  অমিল """""""""""""""""

~~~~~~~~ কামরুল ইসলাম ~~~

~~~~~~~~~~~~~~~~

তুমি আমার প্রতিপক্ষ নও ~

নও ভাল বাসার আদুরি ~

এক প্রহরের সহচর হতে পারো ~

যদি না করো চাতুরী  ।

উর্ধ্ব লোকে আমি যদি আকাশ দেখি ~

তুমি হয়তো দেখো মেঘ  ~

দৃষ্টির আড়ালে সৃষ্টি শুধু ~

কল্পনায় ভেদাভেদ  ।

আমি বৃষ্টির কান্না শুনি ~

তুমি হয়তো রিমঝিম ~

উষ্ণতার অনুভুতির স্পর্শে খুঁজে পাই  ~

আমি বিষণ্ণতা,  তুমি সুখ অপরিসীম ।

আমি ঝরা শিউলীর বিরহে কাঁদি ~

তুমি গাঁথো তার  মালা ~

এক রজনীর গল্পে যখন কাতর ~

তুমি তার সুভাসে উতালা ।

বলছি না,  মিলতেই হবে ~

তোমার আমার চিন্তা ~

দু'জনে,  দু'মেরু ই নিই খুঁজে ~

বৃথা না যাক দিনটা  ।

~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৫/০৮/২০১৯

ঢাকা ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ