মতিন মিয়া (০৭)

রাফি আরাফাত ৮ মে ২০১৯, বুধবার, ১০:৩৫:০৭অপরাহ্ন গল্প ৬ মন্তব্য

সবকিছুর একটা শেষ আছে। সেটা হয় ভালো দিয়ে নয়তো খারাপ দিয়ে। ভালো খারাপটা দৈব বিষয় হলেও শেষ হওয়াটা পূর্ব নির্ধারিত। মতিন মিয়া এমন একটা চরিত্র যার ভাবনা,কল্পনা, চলনগুলো আমাদের ভাবনার সীমার বাইরে। হয়তো সে জ্ঞ্যানি পাগল। হুম আমাদের কাছে সে পাগল কিন্তু নিজের কাছে সে শ্রেষ্ট।

--
রহস্য বলতে গেলে,মতিন মিয়া নিজে জানে না রহস্য কি। কিন্তু সমাজ জানে রহস্য মানে মতিন মিয়া। মতিন মিয়া সম্পর্কে লিখতে গেলে হয়তো খাতা ফুরাবে,কলমের কালি ক্লান্ত হয়ে যাবে। কিন্তু মতিন মিয়া নিজের পথে,নিজ খুশিতে চলতেই থাকবে। সে কাউকে অনুকরণ করেনা।
--
গল্পের শেষটা এর আগেই হয়ে গেছে। কিন্তু হয়তো মনের এক কোনে মতিন মিয়ার নতুন কোন রহস্য শুনতে আগ্রহ নিয়ে আছে কেউ। কিন্তু সব রহস্য শুনতে নেই। কারন রহস্যময় পৃথিবীতে রহস্যের শেষ নেই।
--
তবে হ্যাঁ মতিন মিয়া এখানেই শেষ নয়। হয়তো আবার নতুন কোন রহস্য নিয়ে আসবে। হয়তো আবার নতুন কোন ভাবনা। নতুন কোন কল্পনা।

সন্ধ্যা বেলা আকাশের দিকে তাকিয়ে আছে মতিন মিয়া। সাজু ভাই দূরেই দাঁড়িয়ে আছে। মতিন মিয়াকে দেখে তার কাছে আসলো। মতিন মিয়া বলছে,

সাজু ভাই * আজকের ভালবাসা গুলোতে ভালবাসার খুব অভাব*

হয়তো এমনি নতুন কোন রহস্যময় কথা দিয়ে মতিন মিয়া আবার ফিরে আসবে। অপেক্ষাটা না হয় আমাদের সবার থাক।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ