ভৌতিক অপেক্ষা

নূর হোসেন ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৬:১০:৫৭পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

পশ্চিম গগনের রক্তিম আভাকে বিদায় জানিয়ে
অতৃপ্ত প্রেতাত্মার কালো শাড়ীর আঁচলে চেপে,
গুটি গুটি পায়ে অতীতের বারান্দায় নেমে এলো;
অমাবশ্যার অন্ধকার।

হুড়কো আটা বাতায়নের পাশে ডেকে গেল এক ভৌতিক পাখি,
শশ্মানের অভিশপ্ত পিশাচেরা নৃত্য জুড়ে দিলো
শয়ন কক্ষের আসবাবে,
গাছের ডালে পত্র কন্টক মুকুলে ফুলে-ফলে;
কর্নকুহরে আঙুল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ে থাকি,
কবর তুল্য শয্যায়;
তোমার প্রতীক্ষায়।

বিভৎস ভূতুরে আর্তনাদ-হাঁটা চলা,
লোমকূপের প্রতিটি গোড়ায় বিঁধিয়ে দেয় সূঁচ,
দুঃস্বপ্নের মৌলিক উপাদান প্রবেশ করে- অস্হি মজ্জা, শিরায়-শিরায়;
মায়াবতী অপ্সরী বক্ষের চর্মে তৃষ্ণার্ত জিভ বসিয়ে উল্লাস প্রকাশের ভঙ্গিতে,
ঝাকাতে থাকে ভয়ে জমে যাওয়া আমার বরফ শীতল দেহ!

মসজিদের আযান আর মন্দিরের শঙ্খধ্বনি না শোনা পর্যন্ত,
অসহনীয় যন্ত্রনার রাত্রী পার করি;
সাহসের মশাল জ্বালিয়ে,
তুমি রক্ষা কবজ হয়ে ফিরবে বলে।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ