ভোট উৎসব !

সুপায়ন বড়ুয়া ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ০২:৫৩:১০অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

বন্ধু তোমায় লিখতে হবে
আজ সময়ের দাবি।
যাচ্ছে এখন কঠিন সময়
নীরব কেন কবি ?

ভোট উৎসবের রঙ লেগেছে
ধূলিময় শহরে।
প্রতিশ্রুতির ফানুস উড়ে
নির্বাচনি বহরে।

বন্ধু তোমার দেখার ছিল
মেঘে ঢাকা রবি।
ঈষাণ কোণে মেঘ জমেছে
ভাবার মতো ছবি।

ঘর পোড়া গরু যেমন
সিঁদুর দেখলে পালায়।
চাল-চুলোহীন ছন্নছারা
মেঘে ভয় পায়।

ভোট বাজারের উৎসবে আজ
পড়ছে যখন সাড়া।
পোস্টারে আজ ছেয়ে গেছে
ঢাকা পড়ে তারা।

রঙ বে-রঙের বাণী তাদের
নানান আমল নামা।
পলিথিনে ঢাকা পড়ে
সব নালা নর্দমা।

প্রার্থী মোদের সবার সেরা
হাত মেলানো ফরজ।
ভোটের শেষে মিলিয়ে যাবে
দেখা দেবার গরজ।

নানান ভাষায় নানান ঢংয়ে
মাইকিং করে তারা
মেজাজটা আজ বিগড়ে যায়
সবাই দিশেহারা।

ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিষ্টার
দোয়া চায় ভোটারে।
সবকিছু হার মেনে যায়
প্যারাডাইজ পেপারে।

আম জনতা মুচকি হাসেন
ভোটটা দেবেন কাহারে ?
সুখে দু:খে পাবেন যাদের
ভোটটা দেবেন তাহারে।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ