
বন্ধু তোমায় লিখতে হবে
আজ সময়ের দাবি।
যাচ্ছে এখন কঠিন সময়
নীরব কেন কবি ?
ভোট উৎসবের রঙ লেগেছে
ধূলিময় শহরে।
প্রতিশ্রুতির ফানুস উড়ে
নির্বাচনি বহরে।
বন্ধু তোমার দেখার ছিল
মেঘে ঢাকা রবি।
ঈষাণ কোণে মেঘ জমেছে
ভাবার মতো ছবি।
ঘর পোড়া গরু যেমন
সিঁদুর দেখলে পালায়।
চাল-চুলোহীন ছন্নছারা
মেঘে ভয় পায়।
ভোট বাজারের উৎসবে আজ
পড়ছে যখন সাড়া।
পোস্টারে আজ ছেয়ে গেছে
ঢাকা পড়ে তারা।
রঙ বে-রঙের বাণী তাদের
নানান আমল নামা।
পলিথিনে ঢাকা পড়ে
সব নালা নর্দমা।
প্রার্থী মোদের সবার সেরা
হাত মেলানো ফরজ।
ভোটের শেষে মিলিয়ে যাবে
দেখা দেবার গরজ।
নানান ভাষায় নানান ঢংয়ে
মাইকিং করে তারা
মেজাজটা আজ বিগড়ে যায়
সবাই দিশেহারা।
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিষ্টার
দোয়া চায় ভোটারে।
সবকিছু হার মেনে যায়
প্যারাডাইজ পেপারে।
আম জনতা মুচকি হাসেন
ভোটটা দেবেন কাহারে ?
সুখে দু:খে পাবেন যাদের
ভোটটা দেবেন তাহারে।
৩১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর লাগল আপনার ভোট উৎসব।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
ভোট উৎসবে সামিল হোন
ভোট টা যদি আমায় দেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
প্রার্থী মোদের সবার সেরা
হাত মেলানো ফরজ।
ভোটের শেষে মিলিয়ে যাবে
দেখা দেবার গরজ।
এটাই এখন মানুষ চরিত্র। দারুণ লিখেছেন দাদা
সুপায়ন বড়ুয়া
ঠিক ধরেছেন আপু।
ধন্যবাদ প্রশংসার জন্য।
শুভ কামনা সবসময়।
ফয়জুল মহী
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সুপায়ন বড়ুয়া
আর কি করা
কানটা হল ঝালাপালা।
তাই তো লিখে রঙের মেলা।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্! চমৎকার লিখেছেন। সত্যিই ভোট শেষে কাউকে কাছে পাওয়া যায় না। ধন্যবাদ দাদা শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
এটাই নেতার ধর্ম
ভোট নেয়াটা কর্ম।
জী হুজুর বলার জন্য
হল মোদের জন্ম।
শুভ কামনা দিদি। ভাল থাকবেন সবসময়।
ত্রিস্তান
এই ভোট আসলে একসময় ঈদের আনন্দ ফিরে আসতো। আর এখন মানুষ ভোটের উপর এতোটাই বিরক্ত যে, ভোটাভুটি না থাকলেই মনে হয় হতো। অপ্রয়োজনীয় পোস্টারে পুরো শহরটাই নোংরা, দাঙ্গা হাঙ্গামা, সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে তা হলো উচ্চশব্দে মাইকিংয়ের আওয়াজ। সকাল থেকে মধ্যরাত অবধি শব্দদূষণ করেই যাচ্ছে, যেন ওদের এই অবাঞ্চিত প্রতিশ্রুতিতে মানুষ মুগ্ধ হয়ে ভোট দেবে।
এখনি সময় এই নোংরা পলিসি থেকে বেরিয়ে আসার। প্রচারণা হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে।
১. পোস্টারের পরিবর্তে বড় বিল বোর্ড গুলোতে এলইডি মনিটর থাকবে।
২. প্রতিটি বড় রাস্তার মোড়ে এই মনিটর নির্বাচনী ইশতেহার ঘোষনা থেকে প্রচারণা বন্ধের দিন পর্যন্ত থাকতে পারবে।
৩. কোন প্রার্থী কোথায় মনিটর সেট করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেবেন।
৪. কোন প্রকার হ্যান্ডবিল, লিফলেট ও স্টীকার ছাপানো এবং বিতরণ করা যাবে না।
৫. নির্বাচনে কেবলমাত্র জনসংযোগ কর্মশালায় ১০-১৫ডেসিবল শব্দ সম্পন্ন শব্দযন্ত্র ব্যবহার করা যাবে। তবে সেটা আবাসিক এলাকা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।
সুপায়ন বড়ুয়া
আপনার মুল্যবান মতামতের
সাথে আমি সম্পুর্ণ একমত
যদি ডিজিটাল প্রচারণায়
প্রার্থী থাকে সহমত।
কেউবা বলে ডিজিটাল
কেউবা আবার নাম শুনলেই
হয়ে যায় টালমাটাল।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
আরজু মুক্তা
ভোট নামক শব্দকে এখন জীবনের আইরনি অফ ফেট মনে হয়।
সুপায়ন বড়ুয়া
দিন কেটে যায় আশায় আশায়
আসবে সুদিন প্রতিক্ষায়।
ধন্যবাদ সাথে থাকার জন্য
মুল্যবান মতামতের জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হোক এটাই কাম্য। নির্বাচিত হয়ে গড্ডালিকায় গা ভাসানো প্রার্থি চাইনা।
সুপায়ন বড়ুয়া
শতভাগ একমত।
প্রার্থি মোদের যোগ্য
গড়ে নেবে ভাগ্য।
প্রার্থিরা সব মাটে
করবে নোঙর ঘাটে।
ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভ কামনা।
জিসান শা ইকরাম
ঢাকার ভোটকে আপনার কবিতার মাঝে দেখলাম যেন।
ভোট আসলেই একটি উৎসব।
সফল এবং সুন্দর ভোটের প্রত্যাশায়।
শুভকামনা আপনার জন্য।
সুপায়ন বড়ুয়া
ভোট উৎসবে সামিল হোন
তাড়াতাড়ি সুস্থ হোন।
সুস্থ মানুষেরা আসলেই
ভোট সুন্দর সফল হয়।
শুভ কামনা সবসময়।
মোঃ মজিবর রহমান
দুখ সুখে না পাব পার্থীকে
তাই আমি অধম হবনা বলি ভোট কেন্দ্রে
বাসায় বসে থাকব একা গল্পগুজবে।
সুপায়ন বড়ুয়া
হতাশ হওয়ার কারন নাই
ভোটটা আমার অধিকার
যোগ্য প্রার্থীর দরকার।
শুভ কামনা। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
দাদা ভোট্টা আমার অধিকার আর কোন অধিকার কি নাই যেগুল কেড়ে নিচ্ছে এই শুয়োরের বাচ্চা রাজনীতিবিদরা। ভন্ড রাজনিতি এরা করছে। কার জন্য ভোট দেবে, দেশের না দশের জন্য।
এখন দেব ভোট
পরে পাব বাঁশ।
সঞ্জয় মালাকার
প্রার্থী মোদের সবার সেরা
হাত মেলানো ফরজ।
ভোটের শেষে মিলিয়ে যাবে
দেখা দেবার গরজ।
দাদা অনেক ভালোলাগা আপনার ভোট উৎস
সুপায়ন বড়ুয়া
তবু আমার রাখতে হয়
প্রার্থীর উপর বিশ্বাস
ভোট যাতে হারিয়ে না যায়
পাই যদি আশ্বাস।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
পুরোপুরি ভোটের সমাগম…
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
এস.জেড বাবু
প্রার্থী মোদের সবার সেরা
হাত মেলানো ফরজ।
ভোটের শেষে মিলিয়ে যাবে
দেখা দেবার গরজ।
বলতে ইচ্ছে করছে
আমাদের দেশে সেই ছেলে হবে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
অতি সুন্দর মাধুর্যে লিখা- দারুন লেগেছে।
সুপায়ন বড়ুয়া
সবাই নেতা হতে চায়
উদার মনের লোক চাই
খুঁজে নিতে দোষ নাই।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
কামাল উদ্দিন
“ভোট উৎসবের রঙ লেগেছে
ধূলিময় শহরে।
প্রতিশ্রুতির ফানুস উড়ে
নির্বাচনি বহরে।”
………..ঠিক বলেছেন দাদা, ভোট ফুরালেই সব ভুলে যান আমাদের এই নেতারা।
সুপায়ন বড়ুয়া
সহমত।
সে আবার নতুন কি ?
তবু মানুষ বাঁচে আশায়
যদি নতুন কিছু পায়।
মাহবুবুল আলম
বাহ্ নির্বাচন নিয়ে সুন্দর কবিতা। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
মানুষ বলে শব্দ দুষন
আমি বলি ভোটার তোষন
তারাই এখন সাজেন প্রজা
আমরাই হলাম এখন রাজা।
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সুখে দুঃখে থাকবে পাশে
এমন মানুষ দাঁড়ায় নাতো ভোটে!
ভোট দিবো কাহারে!!?
সুপায়ন বড়ুয়া
কি আর করা যা আছে কপালে
দেশের মানুষ যারা আছে
ভোটে দাঁড়ায় সকলে
তাদের মাঝে বাছাই করে
ভোট দেব সকালে।
সুভ কামনা। ভাল থাকুন সবসময়।