ভেজা খাড়াল

আলমগীর সরকার লিটন ৩১ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১২:০৫:০৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

রাজনৈতিক মানে ভেজা বিড়াল
হাতের মুড়ানো দুধে ভেজা বাঁশ কাটা খাড়াল
দুধ ছানার পিটে রসগল্প
বিদ্যুৎ চমকে উঠে না অল্প আর অল্প সৌহার্দ্য
মৌচাকে চিনির গ্লাস
মধু নেই শুধু লালসার ফিরতি গান আর গান
কলেমা পড়া ঠোঁটের বাকে অভিনয়
করার স্লান- দীর্ঘসারি গলাগাছের লাশ আর লাশ
অথচ রাজনৈতিক বুঝে মাটির বুকে ঘাস
দুল দুল হাসে যায় বাতাস-
স্মৃতির বাকে মেঠোপথ আকাশ শুধু আকাশ!
অতঃপর ধুসর ভেজা খাড়াল।

১৬ ভাদ্র ১৪২৮, ৩১ আগস্ট ২১

৩৮৪জন ২৯২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ