ভেজা কদম

সাদিক মোহাম্মদ ২৪ মে ২০১৪, শনিবার, ১১:০৬:৫৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

দিঘির স্বচ্ছ-কালো জলে
তোমাকে নাইতে দেখিনি কখনও

শান্ত আকাশ
ফর্সা গাল বেয়ে চুলের লতা
গলায় রুপোর মাদুলি
উদোম পায়ে বেশ মানিয়েছে হলদে পাড়
ভেজা শরীরে যখন
রূপকথার ডালা খুলে নিঃশব্দে উঠে এলে
হঠাৎ পড়ে গেলো আলো
কেমন ছায়া ছায়া
ক্ষয়া ক্ষয়া- অচেনা ঠেকছে সব
যেনো কোনো ষড়যন্ত্রীর পরাবাস্তব জগৎ

এর আগে জলভেজা কদম দেখিনি

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ