
ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে ভেজাল।
০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কোন জবাব নাহি দিতে পারি। কিচ্ছুই বলার নেই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোঃ মজিবর রহমান
সব ভেজাল এই দুনিয়ায়
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মোঃ মজিবর রহমান
অসুস্থতার মাঝে সুস্থ থাকার আপ্রাণ চেষ্টা আমাদের সবার। আপনিও ভালো থাকুন প্রিয়।
হালিমা আক্তার
সত্যেও ভেজাল। সুন্দর বলেছেন কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
রোকসানা খন্দকার রুকু
ভেজাল আর ভেজাল। শুভ কামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
ভেজালই আজ আসল হয়ে গেছে কবি দা!
নিরন্তর শুভ কামনা রইল।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
মনির হোসেন মমি
সত্যের ভেজাল
কিছুই বলার নেই সত্য যেন এখন সোনার হরিণ।
আলমগীর সরকার লিটন
জি কবি মমি দা
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——