ভুল ঠিকানায়

মো: মোয়াজ্জেম হোসেন অপু ৩ অক্টোবর ২০২২, সোমবার, ১২:৫৯:২৮পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

ভুল ঠিকানায়
************

তোর সাথে উড়তে গিয়ে,
খানিকটা পথ উড়ে ছিলাম ঠিকই---
মাঝপথে তুই হারিয়ে গেলি,
কোন সে আকাশে?
খুঁজে ফিরি,ঘুরে বেড়াই,
যদি কখনো,তোর দেখা পাই।।

ডিঙি নৌকায় ঘুরবো আবার,
শাপলা সালুক তুলবো আবার,
ঝিলের জলে নাইতে গিয়ে,
বৃষ্টি ভেজা শরীর নিয়ে,
ঘুরবো মোরা হাওর বিলে,
কোন এক ভরা বর্ষায়।।

শিউলি ফুলের মালা হয়ে,
জড়িয়ে রবো তোর গলেতে,
শরতের সেই শেষ বিকেলে।

কুয়াশার চাদর হয়ে,
জড়িয়ে রবো তোর সারা গায়,
পৌষের শীত সকালে।

শিমুল হয়ে ফুটবো আমি,
তোর কাজল কেশি, খোঁপার ভাঁজে,
বসন্তেরই ভর দুপুরে।

জোৎসনা হয়ে মধ্যে রাতে,
জড়িয়ে নিবো বাহুডোরে,
বৈশাখের ঐ উষ্ণ রাতে।

মাঝপথে তুই হারিয়ে গেলি
কোন আকাশে, কোন সে দরিয়ায়?
আমি খুঁজে বেড়াই, ঘুরি ফিরি,
ভুল ঠিকানায়।।

২৭.০১.২০২১

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ