
ভুল ঠিকানায়
************
তোর সাথে উড়তে গিয়ে,
খানিকটা পথ উড়ে ছিলাম ঠিকই---
মাঝপথে তুই হারিয়ে গেলি,
কোন সে আকাশে?
খুঁজে ফিরি,ঘুরে বেড়াই,
যদি কখনো,তোর দেখা পাই।।
ডিঙি নৌকায় ঘুরবো আবার,
শাপলা সালুক তুলবো আবার,
ঝিলের জলে নাইতে গিয়ে,
বৃষ্টি ভেজা শরীর নিয়ে,
ঘুরবো মোরা হাওর বিলে,
কোন এক ভরা বর্ষায়।।
শিউলি ফুলের মালা হয়ে,
জড়িয়ে রবো তোর গলেতে,
শরতের সেই শেষ বিকেলে।
কুয়াশার চাদর হয়ে,
জড়িয়ে রবো তোর সারা গায়,
পৌষের শীত সকালে।
শিমুল হয়ে ফুটবো আমি,
তোর কাজল কেশি, খোঁপার ভাঁজে,
বসন্তেরই ভর দুপুরে।
জোৎসনা হয়ে মধ্যে রাতে,
জড়িয়ে নিবো বাহুডোরে,
বৈশাখের ঐ উষ্ণ রাতে।
মাঝপথে তুই হারিয়ে গেলি
কোন আকাশে, কোন সে দরিয়ায়?
আমি খুঁজে বেড়াই, ঘুরি ফিরি,
ভুল ঠিকানায়।।
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক মনোভাব প্রকাশ কবি দা
ভাল থাকবেন————
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ লিটন দা। ভালোবাসা রইলো
মোঃ মজিবর রহমান
প্রেমভরা কাব্যিক আশা পুর্ণহোক।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা,বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন প্রজা, কর না দিলে দেয় গো সাজা,কারো দোহায় মানে না—— হাহাহা লালনের দু’লাইন গান শুনাইলাম। ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
ভুলিতে চাহি, ভুলিনা তবুও, আশায় যদি হইগো পুর্ণ, ব্যাথাতুর কাব্য কেমনে হই সম্পূর্ণ! ভাঙ্গন সে হোক নদীর কিবা মনুষ্যেওর কান্দন একই সুর।
ভাল থাক্লুন সতত।
হালিমা আক্তার
সঠিক ঠিকানায় ফিরে আসুক। শুভ কামনা রইলো।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
হাহাহা মজা পাইলাম আপনার মন্তব্যে।শুভকামনা রইল আপনারা জন্য
হালিম নজরুল
শিমুল হয়ে ফুটবো আমি,
তোর কাজল কেশি, খোঁপার ভাঁজে,
বসন্তেরই ভর দুপুরে।
———— গভীর প্রেমানুভূতি।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
ধন্যবাদ হালিম ভাই। ভালো থাকবেন