ভুল ট্রেনের যাত্রী

হালিমা আক্তার ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ১২:৫৭:২১পূর্বাহ্ন অন্যান্য ২৩ মন্তব্য

চলার পথে  চলতে চলতে কখনো আমরা পথ হারিয়ে ফেলি। চলে যাই ভুল ঠিকানায়। পথ ভুল হলেও গন্তব্য ভুল হয় না। আবার মাঝপথে নেমে গন্তব্যের পথ খুঁজে নেই।

সম্ভবত তখন নভেম্বর কি ডিসেম্বর মাস। রাত সাড়ে এগারটায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। তূর্ণা নিশিতার যাত্রী আমরা। গন্তব্য চট্টগ্রাম। বদলি জনিত কারণে, আমার কয়েকজন সহকর্মী সহ আমরা প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকা আসি। আবার শনিবার রাতে  চট্টগ্রামগামী ট্রেনে চড়ে বসি। সেদিনও যথারীতি ট্রেন চলছে। আমাদের ডান পাশের দুটি আসনে এক দম্পতি আমাদের যাত্রা সঙ্গী। তাঁদের সাথে রয়েছে দুটি শিশু সন্তান। বিপত্তি ঘটল বিমানবন্দর স্টেশন আসার পর। তাঁরা যে আসনে বসেছিলেন সে আসনের দাবিদার অন্য দুজন। দুই পক্ষেরই টিকেটে  বগি নং ও সীট নং এক। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে জানা গেল। দম্পতিদের টিকেট রাজশাহীগামী ট্রেনের।

মানুষ কখন যে কোন ভুল ট্রেনে উঠে পড়ে কেউ জানে না। ভুল পথ মানেই কষ্ট এবং বেদনার। ওই দম্পতি ভুল ট্রেনের যাত্রী হয়ে রইলেন। ভৈরব না আসা পর্যন্ত ট্রেন থামবে না। কোন আসন ফাঁকা নাই। দাঁড়িয়ে যাওয়া এতটা পথ সম্ভব নয়। আমাদের সীটের পাশ দিয়ে একটি চাদর বিছিয়ে বসলেন। শীতের রাত দুটি শিশু সন্তান নিয়ে প্রচন্ড দূর্ভোগে পড়লেন তারা। বুঝতে পারলাম কিন্তু কিছুই করার ছিলনা। ভুল পথে চলে গেলে জীবনে এমনই দুর্ভোগ নেমে আসে।

আরেকদিনের ঘটনা। বিমানবন্দর স্টেশন। ট্রেন ছেড়ে দেবার মুহূর্তে এক বয়স্ক দম্পতি উঠল তড়িঘড়ি করে। কিছুক্ষণ পর তাঁরা বুঝতে পারেন   ভুল ট্রেনে উঠেছেন। তাঁদের গন্তব্য সিলেট। বৃদ্ধ দম্পতি বিপদে পড়ে গেলেন। অনেকেই পরামর্শ দিলেন সামনে আখাউড়া স্টেশন এ নেমে পড়ার জন্য। সে তো অনেকদুর। কোনো আসন ফাঁকা নাই। এতটা পথ তাঁরা দাঁড়িয়ে গেলেন। বুঝতে পারলাম নিজের ভুল পথের হিসাব নিজেকেই মিলিয়ে নিতে হয়।

জীবন চলার যাত্রাপথে আমরা কখনো কখনো ভুল ট্রেনের যাত্রী হয়ে রই। ভুল যাত্রা পথ থেকে সবাই কি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। হয়তো কেউ পারে, কেউ পারে না। গন্তব্য সঠিক থাকলে ভুল পথ থেকেও ফেরা যায়। যদিও মাঝখানে কিছুটা সময় ঝরে যায়। ঝরে যাওয়া সেই সময়ের সাথে থাকে আনন্দ বেদনার স্মৃতি। যা গন্তব্যে পৌঁছানোর পরও স্মৃতির মনিহার হয়ে থেকে যায়।

ছবি সংগ্রহ: নেট থেকে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ