
চলার পথে চলতে চলতে কখনো আমরা পথ হারিয়ে ফেলি। চলে যাই ভুল ঠিকানায়। পথ ভুল হলেও গন্তব্য ভুল হয় না। আবার মাঝপথে নেমে গন্তব্যের পথ খুঁজে নেই।
সম্ভবত তখন নভেম্বর কি ডিসেম্বর মাস। রাত সাড়ে এগারটায় কমলাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। তূর্ণা নিশিতার যাত্রী আমরা। গন্তব্য চট্টগ্রাম। বদলি জনিত কারণে, আমার কয়েকজন সহকর্মী সহ আমরা প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকা আসি। আবার শনিবার রাতে চট্টগ্রামগামী ট্রেনে চড়ে বসি। সেদিনও যথারীতি ট্রেন চলছে। আমাদের ডান পাশের দুটি আসনে এক দম্পতি আমাদের যাত্রা সঙ্গী। তাঁদের সাথে রয়েছে দুটি শিশু সন্তান। বিপত্তি ঘটল বিমানবন্দর স্টেশন আসার পর। তাঁরা যে আসনে বসেছিলেন সে আসনের দাবিদার অন্য দুজন। দুই পক্ষেরই টিকেটে বগি নং ও সীট নং এক। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে জানা গেল। দম্পতিদের টিকেট রাজশাহীগামী ট্রেনের।
মানুষ কখন যে কোন ভুল ট্রেনে উঠে পড়ে কেউ জানে না। ভুল পথ মানেই কষ্ট এবং বেদনার। ওই দম্পতি ভুল ট্রেনের যাত্রী হয়ে রইলেন। ভৈরব না আসা পর্যন্ত ট্রেন থামবে না। কোন আসন ফাঁকা নাই। দাঁড়িয়ে যাওয়া এতটা পথ সম্ভব নয়। আমাদের সীটের পাশ দিয়ে একটি চাদর বিছিয়ে বসলেন। শীতের রাত দুটি শিশু সন্তান নিয়ে প্রচন্ড দূর্ভোগে পড়লেন তারা। বুঝতে পারলাম কিন্তু কিছুই করার ছিলনা। ভুল পথে চলে গেলে জীবনে এমনই দুর্ভোগ নেমে আসে।
আরেকদিনের ঘটনা। বিমানবন্দর স্টেশন। ট্রেন ছেড়ে দেবার মুহূর্তে এক বয়স্ক দম্পতি উঠল তড়িঘড়ি করে। কিছুক্ষণ পর তাঁরা বুঝতে পারেন ভুল ট্রেনে উঠেছেন। তাঁদের গন্তব্য সিলেট। বৃদ্ধ দম্পতি বিপদে পড়ে গেলেন। অনেকেই পরামর্শ দিলেন সামনে আখাউড়া স্টেশন এ নেমে পড়ার জন্য। সে তো অনেকদুর। কোনো আসন ফাঁকা নাই। এতটা পথ তাঁরা দাঁড়িয়ে গেলেন। বুঝতে পারলাম নিজের ভুল পথের হিসাব নিজেকেই মিলিয়ে নিতে হয়।
জীবন চলার যাত্রাপথে আমরা কখনো কখনো ভুল ট্রেনের যাত্রী হয়ে রই। ভুল যাত্রা পথ থেকে সবাই কি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। হয়তো কেউ পারে, কেউ পারে না। গন্তব্য সঠিক থাকলে ভুল পথ থেকেও ফেরা যায়। যদিও মাঝখানে কিছুটা সময় ঝরে যায়। ঝরে যাওয়া সেই সময়ের সাথে থাকে আনন্দ বেদনার স্মৃতি। যা গন্তব্যে পৌঁছানোর পরও স্মৃতির মনিহার হয়ে থেকে যায়।
ছবি সংগ্রহ: নেট থেকে।
২৩টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
ভুল মানেই দূর্ভোগ
আবার ভুলই দেয় সঠিক শিক্ষা।
স্মৃতিচারণে সুন্দর লেখা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
একদম ঠিক বলেছেন। ভুল শুধু দুর্ভোগ নয়,এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
অনাকাঙ্খিত ভুলগুলোর জন্য অনেক সময় জীবনে বড় মাপের দূর্ভোগ পোহাতে হয়। সারাজীবন সে ভুলের মাশুল দিতেই যায়। এটা আসলে ভাগ্যের লিখন। না চাইলেও যেতেই হয়!!
শুভ সকাল।
হালিমা আক্তার
ভুল সময় চলে যায়, কিন্তু ক্ষত টা থেকে যায়। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার স্মৃতিচারণ — “জীবন চলার যাত্রাপথে আমরা কখনো কখনো ভুল ট্রেনের যাত্রী হয়ে রই। ভুল যাত্রা পথ থেকে সবাই কি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। হয়তো কেউ পারে, কেউ পারে না। গন্তব্য সঠিক থাকলে ভুল পথ থেকেও ফেরা যায়। যদিও মাঝখানে কিছুটা সময় ঝরে যায়। ঝরে যাওয়া সেই সময়ের সাথে থাকে আনন্দ বেদনার স্মৃতি। যা গন্তব্যে পৌঁছানোর পরও স্মৃতির মনিহার হয়ে থেকে যায়”।
শুভ কামনা রইলো আপু।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপা আপনার প্রতিও শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
ভুল ছাড়া কোনকিছু শেখাও সম্ভব না। আসলে ভুল করার পর বুঝে সঠিক পথ নির্ধারন করাই মানবজীবন। আমার নিজেরই পথ ভুলের অভিজ্ঞতা আছে। মোহাম্মাদপুর থেকে ফার্মগেইট বাসে যাবো ভেবে বাসে সকাল সকাল তড়িঘড়ি করে উঠে পড়ে ঘুমাতে ঘুমাতে দেখি আমি গুলশান এসে পড়েছি।তাড়াহুড়ায় দেখিনি কোন বাসে উঠেছি।এরকম অনেকবার কষ্ট পোহাতে হয়েছে কিন্তু কি আর করার ঐ যে ভুল।।।।।।
শুভকামনা
হালিমা আক্তার
সহমত পোষণ করছি। ভুল থেকেই শিখতে হয়। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
এমন ভুলে সবাই ঠিকমতো গন্তব্যে পৌঁছাতে পারে বলে আমার মনে হয় না। জীবনের একটু হিসাব এদিক ওদিক হলেই চরম বিপর্যয় নেমে আসতে পারে। চমৎকার পোস্ট। অফুরন্ত শুভকামনা রইলো
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ভুল যখন বুঝতে পারি তখন জীবনের ট্রেন অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে,
সামনে বা পেছনে ফেরার উপায় না রেখেই।
দারুণ বাস্তবতা।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন, ভুল বুঝতে পারার আগেই ট্রেন অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে। তখন আর ফেরার উপায় থাকে না। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভুল পথ মানেই কষ্ট, বেদনা এবং বিরাম্বনা। চলার পথে অনেক সময় ভুল পথে পা দিলে সঠিক গন্তব্যে পৌছানো মুসকিল হয়ে পড়ে। ভুলের অভিজ্ঞতা মনে রাখলে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
ভুল শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে ভুল হবার সম্ভাবনা কমে যায়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
ভুল ঠিকানা হলেও। ভুল থেকে শিক্ষা নেয়া যায়। তবে বৃদ্ধ দম্পতির জন্য খারাপ লাগলো।
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপা।
দালান জাহান
এমন ভুল ট্টেনের জীবনও আছে যাত্রীও আছে তবে তারা সবাই ফিরতে পারে না…
খুব সুন্দর লিখেছেন
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
ভুলে ভরা জীবন।এ জীবন ভুলের মাশুল দিতে দিতে পার করতে হয়।আপনার সাথে একমত যদি উদ্দ্যেশ্য বা গন্তব্য ঠিক থাকে তবে শত কষ্টেও সেখানে পৌছা যায়।পরে রয় কিছু স্মৃতি।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ত্রিস্তান
কিছু কিছু ভুল কখনোই শুধরে নেওয়া যায় না। জীবনের এই সংক্ষিপ্ত সফরে মানুষের প্রতিটি সিদ্ধান্তই খুব ভেবেচিন্তে নেওয়া উচিত। ভুল ট্রেনের উপমালব্দ যাত্রীদের জন্যে সহমর্মিতা ছাড়া আর কিছুই করার নেই। সুন্দর অনুধাবনীয় পোস্ট।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।