ভুলব না ৭১

শামসুল আলম ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৬:২৮:১৩অপরাহ্ন এদেশ ২১ মন্তব্য

* হত্যাকারী খুনি পলাতক
চৌধুরী মঈউদ্দীন ও আশরাফুজ্জামান কে ধরে এনে ফাঁসি দেয়া হোক *

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালে এইদিনে বিজয়ের মুহূর্তে ১৪ ই ডিসেম্বর এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয়। বাড়ী থেকে নেয়ার সময় অনেকেরই চোখ হাত পা বেধে নিয়ে যায়।

মুলত এই অপারেশনটি করেছিল এদেশের বাংগালী রাজাকার, আলসামস ও আলবদর বাহিনী। তাদের পরিকল্পনা ছিল এ জাতিকে মেধাশূন্য করা। সবাইকে অমানুষিক নির্যাতন করে, গুলি করে ক্ষতবিক্ষত  করে হত্যা করে, হত্যার পর রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে তাদের ফেলে দেয়া হয়েছিল। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। সে সময় অনেকেই সেই নরঘাতক রাজাকারদের চিনে ফেলেছিল। তাদেরই মধ্যে চৌধুরী মঈনউদ্দীন একটা অন্যটা আশরাফুজ্জামান। এরা এখনো বেঁচে আছে বিদেশে পলাতক অবস্থায়। তাদের ট্রাইব্যুনাল -২ থেকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

স্বাধীনতার ৪৯ বছর বয়স হলেও এখনো তাদেরকে আনতে পারল না কোন, সরকার?
আমরা জোর দাবি জানাচ্ছি ঐ দুই খুনি রাজাকারদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হোক।

আজ এই দিনটি আমরা শহীদদের জন্য গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি।

৬৭০জন ৫৩১জন
10 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ