ভুলতে পারিনি আজো

ফারজানা তৈয়ূব ২৪ আগস্ট ২০২২, বুধবার, ১২:৪৫:৪৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

বুক পকেটে প্রিয়তমার ছবি

বুকের গহীনে "মা"  ডাক

পিছনে ছুটছে দুর্বৃত্তের দল

কঠিন তাদের হাঁক।

কাজের খোঁজে গিয়েছিল সে

নিউমার্কেটের গলিতে

পিটিয়ে তারে লাশ বানালো

পারবো কি সে কথা ভুলিতে?

ছমাস আগে বিয়ে হয়েছে

এখনো শুকায়নি মেহেদির দাগ

প্রিয়তমা তারে আর কভু খুঁজে পাবেনা

করতে পারবেনা রাগ।

হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে

শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়

হৃদপিণ্ডটা তার তখনও কেবল প্রিয়তমার তরে করছে হায় হায়।

কেন এমন নিষ্ঠুরতা আর কতকাল এগুলো চলবে

কেউ কি নেই  এদেশে এসব দুর্বৃত্তায়ন

শক্ত হাত রুখবে।

আর কোনো নাহিদের চাইনা দেখতে

লাশ

বুকের পাঁজর এখনো বাজছে

ঠাস ঠাস।

মানুষ তো মোরা! অমানুষদের কারণে

আর কত অপরাধবোধে ভুগবো

আর কতদিন নিষ্পাপ ভায়ের লাশ

কাঁধে নিয়ে নিয়ে ঘুরবো?

 

(নিউমার্কেটের সংঘর্ষের নিহত দূজনের স্মরণে লেখা)

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ