
সেদিন ছিল শনিবার। সময় আনুমানিক ৭:৩০/৮ টা । ঈদের কেনাকাটা শেষে গেলাম জুতার শোরুমে। হঠাৎ চোখে পড়লো একটা কিউট বাচ্চা কালো বিড়াল। দেখেই কোলে নিতে ইচ্ছে করছিল। ইশ কি সুন্দর দেখতে! আমি শুধু একবার বললাম বাসায় নিয়ে যাই। ব্যস কন্যা তার বাবার মাথা খারাপ করে দিচ্ছিল বিড়াল ছানাটাকে বাসায় নেওয়ার জন্য। মেয়ের বাবা নিরুপায় হয়ে ছানাটাকে ধরলো এবং নিয়ে এলো বাসায়। বাসায় এনে দুধ খাইয়ে দিলাম।
রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঠিক ২টায় ঘুম ভাঙল। ডয়িং রুমে এসে দেখি বিড়াল ছানা নেই। তিতলী বাবাকে ডেকে তুললাম । তার পর দু’জন মিলে খুঁজেও পেলাম। হতাশ হলাম সাথে ভয়ও পেলাম। ভয় পাওয়া কারণ কালো বিড়াল নিয়ে প্রচলিত কথা গুলো। ধরেই নিলাম এ বিড়াল নয় নিশ্চিত ভুত! ভয় সাথে হতাশ হয়ে বেডে এলাম। এমা এ কি! সে তো বেডেই শুয়ে আছে। এভাবে পর পর কয়েক রাত কেটে গেলো রাত বিরাতে বিড়াল খুঁজে খুঁজে।
এবার এলো মঙ্গলবার। রাত ঠিক ১ টা আজ সে কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও নেই। দরজা জানালা বন্ধ। বাইরে বের হবারও কোনো উপায় নেই। তাহলে এ কোথায় গেলো। এবার নিশ্চিত হলাম এ ভুতই। শনিবার রাতে নিয়ে এলাম আর মঙ্গলবার রাতে উধাও। ভয়টা এবার আরও মাথা চাড়া দিয়ে উঠলো। প্রায় ৩ ঘন্টা খুঁজলাম। না তাকে কোথাও পেলাম না। অবশেষে ব্যথিত হয়ে ঘুমাতে যাবো ঠিক তখনই সে সামনে এলো। আরও বেশি ভয় পেলাম। এসে সে খেয়ে দেয়ে আবার যাচ্ছে। এবার বুকে সাহস নিয়ে তার পিছু করলাম। এমা এ তো আমার বুক সে্লফের ভেতর ঢুকে বইয়ের উপর শুয়ে পড়লো। এটা কোনো কথা? শুধু শুধু ভয় পেলাম
১৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
শনি মঙ্গলের গোলকধাঁধায় বিড়াল বেচারিকে ভূত বানিয়ে দিলেন? ( কালো বিল্লি ) এটা ঠিক না, যদি সে ব্যাপারটা বুঝতে পারে তাহলে কিন্তু খুব মাইন্ড করতে পারে।
বন্যা লিপি
বিল্লি মাইন্ড করবে পরে….তুমি তো মনে হয় আগেই মাইন্ড করে বসে আছো😀😀😀😀
সুরাইয়া পারভীন
এক্কেরে খাঁটি কথা কইছো আপু
আপু মাইন্ড করছে নির্ঘাত
সুরাইয়া পারভীন
যে নাকানিচোবানি খাইয়েছে তাতে বাধ্য হয়েছি ভুত ভাবতে। মাইন্ড করবে না😃😃
বন্যা লিপি
পড়ুয়া বিলাই আইছে তর ঘরে। ওরে বিরক্ত করিসনা। ওরে জ্ঞানী হবার জন্য ছেড়ে দে ওর মত।
সুরাইয়া পারভীন
দিয়েছি তো।
আমার ঘরে তার অবাধ বিচরণ
যেখানে মন চায় সেখানেই যেতে পারে আপু
বন্যা লিপি
আচ্ছা!!! বাই দ্য রাস্তা— আমি যে দেদারসে তুই/ তুমি করতাছি ব্লগে! আমারে মডুর দল সো কস নোটিশ ধরাইয়া দিবে নাতো?
মাননীয় মডু বৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
সুরাইয়া পারভীন
পাগলরে কয় নৌকা দোলাস না
একে তো তুই তুমি করছো
আবার মাননীয় মডুর দৃষ্টি আকর্ষণ করছো
রিতু জাহান
শনি মোঙ্গলে ধরেছে বিড়ালকে।
বিড়াল আমি আজিবন ভয় পাই। বিড়ালের সাথে আমার একটা শত্রুতা আছে কেমন যেনো।
সৌবর্ণ বাঁধন
না পাওয়া গেলে তাকে নিয়ে প্যারালাল ওয়ার্ল্ডের গল্প বানিয়ে ফেলা যেতো আরেকটা।
রোকসানা খন্দকার রুকু
বিড়াল ভীষন নরম, ধরলেই গা কিলবিল করে। আমার কুকুর পছন্দ। আর বিড়াল নাকি ছদ্মবেশী বেইমান।
হালিমা আক্তার
রাতের বেলা কালো বিড়াল, দেখলেই ভয় করে। রাতের বেলা বিড়াল দেখলেই আয়াতুল কুরসি পাঠ করতে থাকি। ঘরে বিড়াল রাখা কেমন যেন লাগে। আমার চাচাতো ভাই কে দেখি, অনেক আদর যত্ন করে পালে। আমার কাছে আসলেই ভয় লাগে। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
খুব ভালো লাগলো!
ওরা ভূত না হলেও ভূতুরে
তাই লুকালে বা ঘুমিয়ে পড়লে
খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।