ভুত নয় অদ্ভুত

সুরাইয়া পারভীন ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ১২:২৯:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

সেদিন ছিল শনিবার। সময় আনুমানিক ৭:৩০/৮ টা । ঈদের কেনাকাটা শেষে গেলাম জুতার শোরুমে। হঠাৎ চোখে পড়লো একটা কিউট বাচ্চা কালো বিড়াল। দেখেই কোলে নিতে ইচ্ছে করছিল। ইশ কি সুন্দর দেখতে! আমি শুধু একবার বললাম বাসায় নিয়ে যাই। ব্যস কন্যা তার বাবার মাথা খারাপ করে দিচ্ছিল বিড়াল ছানাটাকে বাসায় নেওয়ার জন্য। মেয়ের বাবা নিরুপায় হয়ে ছানাটাকে ধরলো এবং নিয়ে এলো বাসায়। বাসায় এনে দুধ খাইয়ে দিলাম।

 

রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঠিক ২টায় ঘুম ভাঙল। ডয়িং রুমে এসে দেখি বিড়াল ছানা নেই। তিতলী বাবাকে ডেকে তুললাম । তার পর দু'জন মিলে খুঁজেও পেলাম। হতাশ হলাম সাথে ভয়ও পেলাম। ভয় পাওয়া কারণ কালো বিড়াল নিয়ে প্রচলিত কথা গুলো। ধরেই নিলাম এ বিড়াল নয় নিশ্চিত ভুত! ভয় সাথে হতাশ হয়ে বেডে এলাম। এমা এ কি! সে তো বেডেই শুয়ে আছে। এভাবে পর পর কয়েক রাত কেটে গেলো রাত বিরাতে বিড়াল খুঁজে খুঁজে।

এবার এলো মঙ্গলবার। রাত ঠিক ১ টা আজ সে কোথাও নেই। কোথাও নেই মানে কোথাও নেই। দরজা জানালা বন্ধ। বাইরে বের হবারও কোনো উপায় নেই। তাহলে এ কোথায় গেলো। এবার নিশ্চিত হলাম এ ভুতই। শনিবার রাতে নিয়ে এলাম আর মঙ্গলবার রাতে উধাও। ভয়টা এবার আরও মাথা চাড়া দিয়ে উঠলো। প্রায় ৩ ঘন্টা খুঁজলাম। না তাকে কোথাও পেলাম না। অবশেষে ব্যথিত হয়ে ঘুমাতে যাবো ঠিক তখনই সে সামনে এলো। আরও বেশি ভয় পেলাম। এসে সে খেয়ে দেয়ে আবার যাচ্ছে। এবার বুকে সাহস নিয়ে তার পিছু করলাম। এমা এ তো আমার বুক সে্লফের ভেতর ঢুকে বইয়ের উপর শুয়ে পড়লো। এটা কোনো কথা? শুধু শুধু ভয় পেলাম

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ