ভীরুবোধ

নীলাঞ্জনা নীলা ১৫ এপ্রিল ২০১৭, শনিবার, ১১:০৯:১৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

মস্তিষ্কের ভেতর খুণ হয় কবিতা...
মস্তিষ্কের ভেতর খুণ হয় কবিতা...

অকৃতজ্ঞ স্মৃতিগুলো মোচড় খায়, খামচে ধরে রক্তাক্ত করে চলিষ্ণু সময়।
চলোর্মির মতো ধাক্কা দিয়ে দিয়ে ভেঙ্গে যেতে থাকে জীবনের নগর-জনপদ স--ব, সবকিছু--
এসবকিছু এলোমেলো করে দেয় আমার চারপাশ।
চাতুর্যহীন এই আলোড়ন নিয়ে কেউ কি কিছু ভাবে? হিসেব দিয়ে হিসেব খুঁজে চলি,
বে-হিসেবীর মুখোশ পড়ে কলিযুগের ব্যুহতে প্রবেশ করি অস্ত্র হাতে নিয়ে
যুদ্ধ করতে নয়, দাঁড়িয়ে দেখি কতোজন মারা গেলো
একদিনের বর পাওয়া অশ্বত্থামা হয়ে বীরত্ব দেখানো বড়ো কঠিন।
তাছাড়া দেবতার রাজ্যে ঈশ্বর আর কোথায়?
পালিয়েছে নিরাপদ গন্তব্য খুঁজতে।

এভাবেই প্রতিদিন একটি কবিতা খুণ হয় মস্তিষ্কের ভেতর।
হ্যামিল্টন, কানাডা
পহেলা বৈশাখ, ১৪২৪ বাংলা (১৫ এপ্রিল, ২০১৭ ইং)।
**এ বছরের প্রথম লেখা। আর ছবিটা সেই ২০০৬ সালে তোলা জাপানে। আজ অনেকগুলো  পুরোনো ছবি চোখের সামনে দেখে এই লেখাটি এলো। আবারও শুভ নববর্ষ।**
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ