ভাষা মানে মা!
মায়ের মুখে বাবা ডাক
শুনার আকুতি;
তার জন্যে যত রক্ত গেলো
রফিক,সফিক, সালাম
বরকত জব্বার আরও কত
নাম না জানা শহীদ;
তাঁদের বুকে দাগ লেগে আছে
বাংলা বলার রক্ত মাখা মা
জনম জনম ধবে কি ঋণি করে গেলে
বলো কি করে সোধ দিবো তাঁর
অম্লান যেনো বাংলা ভাষার প্রাণ!
একুশ এলেই যে গন্ধ পাই
মা বলার স্বাদ -ভালবাসার আদর;
বলো কি করে জানাই বিনম্র সালাম-
শ্রদ্ধা! তোমরাই উৎসর্গ করে গেলে
ভাষা মানে মা।
২০/০২/২২
৩২৩জন
২৬৭জন
৯টি মন্তব্য
ফয়জুল মহী
সেই মায়ের মর্যাদা রক্ষা করা সবার উচিত
আলমগীর সরকার লিটন
জি কবি মহী দা
অনেক একুশের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
একুশের চেতনা জাগ্রত থাকুক সব সময়। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
আপনাকেউ অনেক একুশের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় শ্রদ্ধাঞ্জলী কবি দা!
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
একুশের শুভেচ্ছা রইল সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মোঃ মজিবর রহমান
মায়ের বলি আমার মায়ের ভাষা
মায়ের মুখ দেখি আমার মুখের কথায়। সেই ভাষাই আমার প্রাণ। খুব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
একুশের শুভেচ্ছা রইল সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুস্থ থাকলে দেখা হচ্ছে আগামী কাল
মোঃ মজিবর রহমান
ইনশা আল্লাহ।