ভাল.বাসা

এস.জেড বাবু ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০২:১৯:৪৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

নীল পোষাকের দারোয়ান
কলাপসিবল গেট
একখন্ড সবুজ ঘাসের বিছানায়
সর্পিল ঢংয়ের পাথুরে কালো পথ ।
সদর দরজার পর প্রসস্ত সিড়ি
পার্কিং এ ধবধবে সাদা ল্যান্ড ক্রুইজার
24/7 জেনারেটর সহ লিফট ছুঁয়েছে ডুপ্লেক্সের প্রথম ধাপ।

ওক কাঠের মেঝেতে 400 sq feet ড্রইং
রক্তজবা রংয়ে অর্ধেকটায় গালিচা
পূবের খোলামেলা জানালায়, পরিচ্ছন্ন কিচেন।
তিনটি লিভিং উইথ এটাচ্ড বাথ
দখিনের ল........ম্বা ঝুল বারান্দা
মিটি মিটি বর্ণচোড়া আলো
বর্ষার ভেজা পাগলা হাওয়ায় টায়ার পোড়া গন্ধ।

গ্রীল জুড়ে বাহারী পাতাবাহার
ঝুলন্ত পোড়ামাটির টবের ফাঁকে বিস্তীর্ণ সবুজ
কয়েকটা ক্যাকটাস
গা দুলিয়ে তেমনি করে হাসে কিছু ফুল।
পাশাপাশি দুটি চেয়ার
একটায় স-টান কুশন,
আর নড়েনি শ্রাবণের শেষে।

টেবিলে একটা গ্লাসে হিমশীতল প্রকৃতির নির্যাস।
মালতির টবের নিচে অন্যটার ভাঙ্গা টুকরো !
হেডলাইনগুলি পুরুনো, ইচ্ছে নেই কারো খবরে
লিভিং রুম থেকে হাওয়ায় ভেসে, মৃদূ সুরের পিছুটান—
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো
এক বরষায়..............।

এইতো ভাল.বাসা-
যার সত্যিই কোন শব্দার্থ নেই_____॥

-০-
০৪/০৭/২০১৯

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ