
দুএকদিন আগে ইনবক্সে একটা মেয়ের সাথে কথা হলো। তাকে আমি একটা প্রতিষ্ঠানে জয়েন করতে বলেছিলাম পার্টটাইম জেনেও। ব্যাপারটা আমি ভুলেও গিয়েছিলাম। হঠাৎই সে বলল যে আমার এই কথাটা শুনে কাজে জয়েন করেছিলো এজন্য সে অনেক কিছু শিখেছে। ভীষণ ভালো লাগলো যে সে আমার ওই কথাটাকে গুরুত্ব দিয়ে নিজের কাজে জয়েন করাটাকে ভালো ভেবেছে। আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সে আমার কথাটাকে গুরুত্বপূর্ণ ভেবেছে যা আমার মাথাতেও আসেনি যে কেউ আমাকে এভাবে মনে রেখেছে। আসল ব্যাপারটাই হলো গুরুত্ব দেওয়া। মাঝেমধ্যে এমন ছোট ছোট কথা অনেক আনন্দ বইয়ে দেয়। অথচ এমন কিছু মানুষের সাথে আপনি চলবেন আরা আপনার প্রতিটা পদক্ষেপ জানে তবুও আপনাকে আঘাত করতে ছাড়ে না অথচ তারা আপনার ভীষণ প্রিয়।
গুরুত্ব বিষয়টা অন্যরকম। যদি কারো কাছে আপনার গুরুত্ব থাকে তো সে আকাশসম ব্যস্ততায় আপনাকে স্মরণে রাখবে। আর গুরুত্ব না থাকলে চোখের সামনে থাকলেও সে আপনাকে এড়িয়ে যাবে। তাই এড়িয়ে চলা বা যাওয়ার জায়গাটা থেকে বের হতে পারলেই উত্তম চেষ্টা হয়।কিন্তু মানুষ তো তাই হয়তো পারে না।কিন্তু চেষ্টা যদি সঠিক হয় তো সফলতা আসবে।নিজের চেয়ে দামী আর কোনো কিছুই নেই ।
এক সমুদ্রের জলের চেয়েও মাঝেমাঝে বৃষ্টির ফোঁটা অনেক দামী হয়ে যায়। মুহুর্তগুলোর জন্যই বেঁচে থাকা সুন্দর। তাই মুহুর্তে বাঁচো প্রিয়।
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গুরুত্ব দেয়াটা সবাই বুঝে না, গুরুত্ব টা দিতে পারলে অনেক সম্পর্ক যেমন টিকে থাকতো , তেমনি অনেকে অনেক কিছু থেকে উপকৃত হতো। আপনজনের কাছে গুরুত্বহীন হলে কষ্টটা বেশীই লাগে। শেষের কথাগুলো খুব ভালো লাগলো। অফুরন্ত শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
প্রিয় মানুষ আমরা যাকে মনে করি তাঁরাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনাকে প্রয়োজনে ব্যবহার করে পালিয়ে যাওয়া মানুষ অনেক তবুও ভালো মানুষদের ভালো থাকাই দরকার।
লিখতে থাকুন বেশি বেশি।
হালিমা আক্তার
জীবন বড় বৈচিত্রময়। তেমনি বৈচিত্র্যময় মানুষগুলো। যাকে আমরা ভালবাসি যেভাবে পেতে চাই, সেভাবে পাই না। হয়তো সেও আমাকে ভালবাসে আমাকে অনুভব করে কিন্তু আমার অনুভূতি গুলি আমার মতো করে বুঝতে পারেনা।আর তখন থেকেই কাছের মানুষের সাথে দুরত্ব সৃষ্টি হয়। শুভ কামনা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
মুহূর্তগুলোর জন্যই বাঁচি।
ভালো লাগলো লেখাটা।
জিসান শা ইকরাম
সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উভয়দিকেই সমান গুরুত্ব সম্পর্ককে সুন্দর এবং দীর্ঘস্থায়ী রাখে।
এমন না হলে বিনা কারনেই অহেতুক ভুল বুঝাবুঝি হয়ে সম্পর্ক শেষ হয়ে যায়।
ভালো লেখা।
শুভ কামনা।
হালিম নজরুল
আপনজনের কাছে গুরুত্বহীন হলে কষ্টটা বেশীই লাগে।